ভারতে প্রবল বর্ষণে বন্যায় ১২ জনের প্রাণহানি

Home Page » প্রথমপাতা » ভারতে প্রবল বর্ষণে বন্যায় ১২ জনের প্রাণহানি
বুধবার, ১৪ জুন ২০১৭



ভারতে প্রবল বর্ষণে বন্যায় ১২ জনের প্রাণহানিবঙ্গ-নিউজঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম ও আসামে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিনিয়র এক কর্মকর্তা এ কথা জানান।

গতকাল সোমবার রাত থেকে উভয় রাজ্যে এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে।ওই কর্মকর্তা বলেন, ‘বন্যায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের ৩৫০টি বাড়ি ভেসে গেছে এবং রাজ্যের লংগ্লেই জেলার তাবাংয়ে ১০ জন মারা গেছে। আরো ১০ জনের মতো নিখোঁজ হয়েছে। ’ খবর সিনহুয়া’র।

এদিকে আসামের রাজধানী গৌহাটিতে ভারী বর্ষণ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা যায়। এদের একজন স্কুল শিশু ও অপরজন রিকশাচালক।

গৌহাটির ডেপুটি কমিশনার এম. আঙ্গামুতু গণমাধ্যমকে বলেন, ‘নগরীর বন্যাকবলিত জু রোড এলাকায় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের ৪ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘নগরীর একটি বড় অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ’

স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে, ভূমিধসে ন্যাশনাল হাইওয়ে ৫৪ এর বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। এই সড়কটি দিয়েই দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ