গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

Home Page » সারাদেশ » গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
বুধবার, ১৪ জুন ২০১৭



গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠনবঙ্গ-নিউজঃ গাজীপুরের পূবাইলে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও সাত বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এর চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

আজ বুধবার ভোরে পূবাইল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।তবে ডাবল লাইন থাকায় দুর্ঘটনার পর ট্রেন চলাচল ব্যাহত হয়নি। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করলে বিকাল সাড়ে ৪টার দিকে দুই লাইনে চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরিফুজ্জামান জামান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি পূবাইল স্টেশনে যাত্রাবিরতি করার কথা। সে মোতাবেক সিগন্যালও দেওয়া হয়েছিল। কিন্তু চালকের অসতর্কতা ও গাফিলতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এতে ওই ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান ও সহকারী চালক জসিম উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারপরও দুর্ঘটনার কারণ তদন্ত করতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

কমিটির অপর সদস্যরা হলেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জায়দুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী আব্দুস সালাম ও বিভাগীয় সিগন্যাল (টেলিকম) প্রকৌশলী তারেক শামস তুষার।

আরিফুজ্জামান আরও জানান, স্টেশনের সিগন্যাল অমান্য করে কোনো চালক ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে থাকলে সিগন্যাল পার হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এখানে কারও কিছু করার থাকে না। তা না হলে ওই ট্রেনটি সিগন্যাল পার হয়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:২৬   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ