‘প্রাইমারি স্কুলের সব শ্রেণীকক্ষে বঙ্গবন্ধু’

Home Page » শিশু-কিশোর » ‘প্রাইমারি স্কুলের সব শ্রেণীকক্ষে বঙ্গবন্ধু’
বুধবার, ১৪ জুন ২০১৭




বঙ্গ-নিউজঃ মিজানুর রহমান:- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষসহ প্রতিটি ক্লাসরুম ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে মোবাইল ফোন সঙ্গে নিয়ে শিক্ষকরা যাতে শ্রেণীকক্ষে না যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি সংসদীয় কমিটির পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল নিয়ে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া সফর করে দেখেছি, এসব দেশের প্রতিটি শ্রেণী কক্ষে নিজ দেশের জাতির জনকের ছবি শোভা পাচ্ছে। ভিয়েতনামের ছোট ছেলে মেয়েরাও হোচি মিন সম্পর্কে জানে। তাদের দেশের স্বাধীনতার কথা জানে-এটি আমাদের ব্যাপকভাবে উৎসাহিত করেছে। তাই এ বিষয়ে আমরা সুপারিশ করেছি। সেইসঙ্গে জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহপূর্বক স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করে। এছাড়া বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করার সুপারিশ করা হয়। বৈঠকে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩৩:০৯   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিশু-কিশোর’র আরও খবর


আজ মৃদু হাসি দিবস
জন্মের সময়ে হাসপাতালে অদলবদল হয়ে যাওয়া শিশুই হয়ে গেল জীবনসঙ্গী
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এর জাতীয় পর্যায়ে একান্ত ঐতিহ্য’র সাফল্য
কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
আজ স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু
দেশে আশংকাজনক আত্মহত্যা বাড়ছে তরুণদের মধ্যে
শেখ রাসেল দিবস; ৫৮তম জন্মদিন
ঝিনাইদহে এক ঘন্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নবম শ্রেণির ছাত্রী অরিন

আর্কাইভ