এবার হিন্দি শিখছেন প্রভাস

Home Page » বিনোদন » এবার হিন্দি শিখছেন প্রভাস
রবিবার, ১১ জুন ২০১৭



এবার হিন্দি শিখছেন প্রভাসবঙ্গ-নিউজঃ দক্ষিণী এই ‘বাহুবলী’ নায়কের এই নতুন উদ্যোগে মুম্বাইয়ের নায়কদের কপালে কেন ভাঁজ পড়েছে। একটা খবর রটে গেছে৷ শুনে আনন্দে আটখানা হয়ে পড়বেন ‘বাহুবলী’ ভক্তরা।

আর কপালে বাম লাগাতে বসে পড়বেন বলিউড নায়করা৷ শোনা যাচ্ছে, শিক্ষক রেখে হিন্দি শেখা শুরু করে দিয়েছেন প্রভাস। ঠিকঠাক উচ্চারণে হিন্দি বলতে পারাটা খুব জরুরি বলে তিনি মনে করছেন৷ তা প্রভাস তো আর এমনি এমনি হিন্দি শিখছেন না, কারণ নিশ্চয়ই আছে।‘বাহুবলী টু’-এর পর তাঁর ডিমান্ড এখন সারা দেশেই চূড়ান্ত৷ আঞ্চলিক একটি ছবিতে কাজ করে রাতারাতি জাতীয় স্তরের নায়ক হয়ে যাওয়া তো চট করে হয় না৷ কিন্তু তাঁর ক্ষেত্রে সেটাই ঘটেছে৷ আর ব্যবসার অবস্থা? সেতো এখন ইতিহাস৷ ছবিটার ব্যবসা পেরিয়ে গেছে দু’হাজার কোটি টাকা৷ মনে রাখতে হবে এখনো ছবিটা চিনে মুক্তি পায়নি৷ অর্থাৎ ব্যবসার অংক বাড়বে আরও অনেকখানি, যেমনটা ঘটেছে ‘দঙ্গল’-এর ক্ষেত্রে। সারা দেশে প্রভাসের সাফল্য দেখে স্বাভাবিক কারণেই নড়েচড়ে বসেছেন। প্রাথমিকভাবে ব্যবসার নিরিখে অনেকে বলার চেষ্টা করছিলেন যে ব্যবসার অঙ্কটা এত বেশি হয়েছে কারণ গোটা চারেক ভাষায় ছবিটা মুক্তি পেয়েছে৷ কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আর সেই কথা বলার উপায়ও নেই৷ কারণ, ছবির হিন্দি ডাব করা প্রিন্টই ব্যবসা করে ফেলেছে পাঁচশ’ কোটি টাকার৷ অর্থাৎ আমির খান, সালমান খান, শাহরুখ খানদের রেকর্ড খান খান৷ হিন্দিতে যাঁরা ছবি দেখেন তাঁদের কাছে প্রভাস যে ভীষণভাবে গৃহীত হয়েছেন সে সম্পর্কে অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই৷ তাই সম্ভবত প্রভাস ভাবছেন মুম্বাইতে কাজ শুরু করার আগে নিজেকে আরও খানিক প্রস্তুত করে নেওয়া যাক৷ তাহলে ডাবিংটাও নিজেই করা যাবে নিখুঁতভাবে।

‘বাহুবলী’ পর্বের পর প্রভাস সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন অনেক মানুষই৷ প্রভাস সম্পর্কে যে ব্যাপারগুলো খুব নজর কাড়ে তাহল তাঁর ডাউন টু আর্থ থাকতে চাওয়া৷ যে পর্যায়ের একটা সাফল্যের মুখ তিনি দেখেছেন তাতে অনেকেরই মাথা ঘুরে যেত৷ আর চ্যানেলে চ্যানেলে, কাগজে কাগজে ইন্টারভিউ দিতে দেখা যেত৷ কিন্তু প্রভাস আশ্চর্য রকমের নির্বিকার৷ যতখানি সাফল্য, তিনিও ঠিক ততোখানিই শান্ত৷ কাজের সময়কালেও তাঁর ধৈর্য্যের কথা ছড়িয়ে গেছে মুখে মুখে৷ ‘বাহুবলী’ শ্যুটিংয়ের জন্য টানা চার বছর তিনি লম্বা চুল রেখেছেন, দাঁড়ি রেখেছেন, নির্দিষ্ট ডায়েট মেনে ওই বিপুল বাহুবলী চেহারা ধরে রেখেছেন।

বাংলাদেশ সময়: ০:২০:৪০   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ