আইএস জঙ্গিদের সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে : রাশিয়া

Home Page » জাতীয় » আইএস জঙ্গিদের সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে : রাশিয়া
শনিবার, ১০ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার রাকা শহরের আশপাশ থেকে থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি এই রাকা শহরে অবস্থিত। খবর : এএফপির।

সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, আইএস জঙ্গিরা রাকার বিভিন্ন এলাকা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর পাশাপাশি তাদের কুর্দি মিত্রদের হাতে ছেড়ে দিয়ে সিরিয়ার অন্যান্য এলাকায় পালিয়ে যাচ্ছে।

মার্কিন বাহিনী ও তার কুর্দি মিত্ররা এই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সুরোভিকিন এর আগে গত সপ্তাহে বলেছিলেন, রাকা প্রদেশের দু’টি গ্রামকে কুর্দি বাহিনীর কাছে হস্তান্তর করে পালমিরার দিকে পালিয়ে যাওয়ার জন্য আইএস জঙ্গিরা কুর্দিদের সঙ্গে একটি চুক্তি করেছে। রাকা ত্যাগ করে পলায়নপর আইএসের কয়েকটি গাড়ির বহরে রাশিয়া হামলা করেছে বলেও তিনি জানান।

সিরিয়ার সেনাবাহিনী গত মঙ্গলবার আইএসের মূল ঘাঁটি রাকা প্রদেশে প্রবেশ করে। তারা সেখানকার দু’টি গ্রাম জঙ্গিদের হাত থেকে পুনর্দখল করে রাকা শহরের দিকে অগ্রসর হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে আইএস বিরোধী যুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে সিরিয়ার সেনাবাহিনী। রুশ কর্নেল জেনারেল সুরোভিকিন আরো অভিযোগ করেছেন, সিরিয়ার দক্ষিণ সীমান্তের বিভিন্ন এলাকার ওপর সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ নিতে বাধা দিচ্ছে ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ১৪:১১:০০   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ