‘সারা বিশ্বে চালের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘সারা বিশ্বে চালের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে’
শুক্রবার, ৯ জুন ২০১৭



rice price in bangladeshবঙ্গ-নিউজঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিশ্বের যে কোন দেশের চেয়ে বাংলাদেশে এখন বেশি দামে চাল বিক্রি হচ্ছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়াতে সরকারি দলের নেতাকর্মীদের ‘অবৈধ বাণিজ্যক সিন্ডিকেট’ দায়ী বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘মোটা চালের দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে এখন বাংলাদেশে চাল বিক্রি হচ্ছে।’

তিনি যোগ করেছেন, ‘বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, রমজানে নিত্যরপ্রয়োজনীয় কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে না। অথচ এমন কিছু নেই যার মূল্য দেড়, দুই, তিনগুন বৃদ্ধি হয়নি। বাণিজ্যমন্ত্রী কথা রাখতে ব্যর্থ হয়েছেন, নাকি জনগণের সাথে রসিকতা করছেন-এটি এখন সবচাইতে বড় প্রশ্ন।’

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে সরকারি দলের নেতা-কর্মীদের অবৈধ সিন্ডিকেট জড়িত অভিযোগ করে রিজভী বলেন, ‘চাল, ডাল, লবণ, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম এই রমজান মাসে বাড়িয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।’

এদিকে, সরকারি পর্যবেক্ষণেও দেখা যাচ্ছে প্রতি বছর মোটা চালের দাম কেজিপ্রতি প্রায় ৩২ শতাংশ করে বাড়ছে। ঢাকা মহানগরী এলাকার বাজার পর্যবেক্ষণ করে গত মে মাসে টিসিবির প্রতিবেদনে বলা হয় কেজিপ্রতি চালের দাম ৪২ থেকে ৪৫ টাকা। আগের বছর যা ছিল ৩২ থেকে ৩৪ টাকা।

নির্বাচনী প্রচারণায় জনগনকে দশ টাকা দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করে রিজভী বলেছেন জনগণের সঙ্গে বড় প্রতারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:১২:০৫   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ