সিরাজগঞ্জে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

Home Page » সারাদেশ » সিরাজগঞ্জে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭



সিরাজগঞ্জে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডবঙ্গ-নিউজঃ সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এক মিস্ত্রী হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এনায়েতপুর থানায় নুরু মিস্ত্রি হত্যা কাণ্ডে আজ বৃহস্পতিবার বিকেল আদালত এ রায় দেন।

একই সঙ্গে তাদের প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২-আদালত) বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রহিজ উদ্দিন (৩১), একই থানার আজুগড়া গ্রামের আবু প্রামাণিকের ছেলে হাফিজুল ইসলাম ওরফে বাদশা (৩৫) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পোড়ার চর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মাহবুব হোসেন (৩০)। আর এই মামলায় অপর এক আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ সরকার ও শামসুল আলম (২) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি এনায়েতপুর থানার সাইনদার বিলের পূর্বপাশে ইউসুফের সরিষা খেতে অজ্ঞাত (২০) এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় চৌকিদার দিনা চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এনায়েতপুর থানায় হত্যা মামলা করেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রহিজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে সে এ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। স্বীকারোক্তিতে নিহত অজ্ঞাত এই যুবক এনায়েতপুর বাজারের নুরু মিস্ত্রি বলে সে পুলিশকে জানায়।

পরে মামলার তদন্ত শেষে পুলিশ চারজনকে আসামি করে ২০০৮ সালের ৩১ মে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ বৃহস্পতিবার বিকেলে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৩   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ