আদালতের পরিবেশ নিয়ে খালেদা জিয়ার অসন্তোষ প্রকাশ

Home Page » জাতীয় » আদালতের পরিবেশ নিয়ে খালেদা জিয়ার অসন্তোষ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭



আদালতের পরিবেশ নিয়ে খালেদা জিয়ার অসন্তোষ প্রকাশবঙ্গ-নিউজঃ রাজধানীর আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 আজ বৃহস্পতিবার গুলশানের ইমান্যুয়েল হলে ২০ জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ইফতার অনুষ্ঠানে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

খালেদা জিয়া বলেন, ‘আমি এতো গরমে কথা বলতে পারছি না। আজ সকাল থেকে সারা দিন গরমের মধ্যে আদালতে ছিলাম। এত গরম, এত রোদের মধ্যে। ওখানে (আদালত) এত এসি আছে, সেগুলো পর্যন্ত চালায় না। তারপরে রিমোট কোথায় লুকায় রাখে। কত নাটক ওখানেও হতে থাকে। ‘

তিনি বলেন, ‘আমরা গরমে অস্থির হয়ে যাচ্ছি। এত এসি লাগায়ে রাখছে, সেগুলো চালায় না। তারপরে অনেক চিল্লা-চিল্লি করার পরে শেষের দিকে একটু এসি দিয়েছে। ‘তিনি বলেন, ‘তাই আমার পক্ষ থেকে মহাসচিব বক্তব্য দেবেন। ‘

পরে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আজকে এই রোজার মাসেও আমরা শান্তিতে নেই। আমরা আশা করেছিলাম, এই  রোজার মাসে সরকার নিপীড়ন-নির্যাতন থেকে কিছুটা বিরত থাকবে।

তিনি বলেন, দেখেছেন, বুধবার আমাদের দলের সিনিয়র সদস্যকে (মওদুদ আহমদ)  বাড়ি  থেকে  জোর করে বের করে দিয়েছে। এটা সারা দেশেই চলছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা।

ইফতারে এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর মজিবুর রহমানসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৩   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ