আগের স্ত্রীকে তালাক দিতে চাপ দিচ্ছেন সানির দ্বিতীয় স্ত্রী

Home Page » প্রথমপাতা » আগের স্ত্রীকে তালাক দিতে চাপ দিচ্ছেন সানির দ্বিতীয় স্ত্রী
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭



arafat sunny is in police custodyবঙ্গ-নিউজঃ স্ত্রীর দাবিতে এক তরুণীর করা মামলার যন্ত্রণা কিছুদিন থেমে থাকলেও আবারও সেটা নিয়ে বড় ঝামেলায় জাতীয় ক্রিকেট দলে খেলা ক্রিকেটার আরাফাত সানি। মামলা করা ওই তরুণীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামিন পেয়েছিলেন সানি। কিন্তু স্ত্রীর মর্যাদা পাওয়ার পর প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সানিকে চাপ দিয়ে আসছেন নাসরিন সুলতানা নামের ওই তরুণী। সানি রাজি না হওয়াতে আদালতে তার জামিন নামঞ্জুর করারও আবেদন করেন নাসরিন সুলতানা।

জামিনে মুক্ত হয়ে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছেন সানি। পুরো লিগে দুর্দান্ত বোলিং করে দ্বিতীয় সর্বোচ্চ উইকটশিকারী হয়েছেন এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে আরও ভালো করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার কথা জানিয়েছিলেন সানি। কিন্তু দ্বিতীয় স্ত্রীর নতুন করে তোলে এই দাবিতে সেই চিন্তা আপাতত দূরে ঠেলে রাখতে হচ্ছে সানিকে।

আরাফাত সানি আদালতকে বলেছেন, দুই স্ত্রীকেই রাখতে চান তিনি। সানির আইনজীবী বলেন, ‘নাসরিনকে স্ত্রীর মর্যাদা দিয়েই রাখতে চান সানি। সে জন্য তাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে থাকছেন না। তিনি সানির প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছেন।’

এতে রাজি না হওয়াতে বুধবার আদালতে সানির স্থায়ী জামিনে আপত্তি তোলেন নাসরিন সুলতানা। এই আপত্তির প্রেক্ষিতে স্থায়ী জামিন পাননি সানি। ঢাকার দায়রা জজ কামরুল হাসান মোল্লা আগামী ৬ জুলাই পর্যন্ত আন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন সানিকে এবং এই সময়ের মধ্যে নাসরিনের সঙ্গে সমঝোতা করতেও সময় দেওয়া হয়েছে তাকে।

নাসরিন সুলতানার করা তথ্য প্রযুক্তি আইনে একটি মামলায় গত ২২ জুনয়ারি আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর যৌতুক নিরোধ আইন এবং নারী নির্যাতন আইনে সানির বিরুদ্ধে আরও দুটি মামলা করেন নাসরিন। এসব মামলা-মোকদ্দমায় বেরিয়ে আসে আগে আরো একটি বিয়ে করেছেন সানি।

বাংলাদেশ সময়: ১৫:২২:৪১   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ