শেখ হাসিনা ও মোদির সরকারের মেয়াদকালেই ‘তিস্তা চুক্তি’ : সেতুমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » শেখ হাসিনা ও মোদির সরকারের মেয়াদকালেই ‘তিস্তা চুক্তি’ : সেতুমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭



শেখ হাসিনা ও মোদির সরকারের মেয়াদকালেই ‘তিস্তা চুক্তি’ : সেতুমন্ত্রীবঙ্গ-নিউজঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘তিস্তা চুক্তি’ স্বাক্ষরিত হবে।

বহুল আলোচিত ‘তিস্তা চুক্তি’ স্বাক্ষরের বিষয়ে ভারত সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী বলেন, ‘ভারত সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক।

আর এ বিষয়ে আমরাও আশাবাদী, বর্তমান সরকারের শাসনামলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে। ’আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি (কাদের) এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিস্তার ব্যাপারে বাংলাদেশের জনগণের উদ্বেগের বিষয়টি ‘আমি আজকের বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে বলেছি’। জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদকালীন সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।

ভারতীয় হাইকমিশনার তাকে বলেছেন যে ভাবে বলা হয়েছিল সেভাবেই চুক্তিটি করা হবে বলে উল্লেখ করেন সেতু মন্ত্রী ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে ফেনী নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকা থেকে যৌথভাবে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে বিষয়ে আলাপ-আলোচনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ৮ জুলাই ঢাকায় আসছেন।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতীয় ঋণের দ্বিতীয় লাইন অব ক্রিডিটের (এলওসি) আওতায় সড়ক প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা নিয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে’।

বাংলাদেশ সময়: ০:১১:৫৬   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ