রিজেন্টের বিমান উড়বে চট্টগ্রাম-দোহা পথে

Home Page » প্রথমপাতা » রিজেন্টের বিমান উড়বে চট্টগ্রাম-দোহা পথে
বুধবার, ৭ জুন ২০১৭



বঙ্গ-নিউজ:কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ৫টি আরব দেশ ফ্লাইট বন্ধ করে দেওয়ার মধ্যে চট্টগ্রাম থেকে দোহা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

 

 

 

 

 

আগামী ২ জুলাই থেকে সপ্তাহে দুইদিন চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট চলবে বলে বুধবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কাতারপ্রবাসী প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশির মধ্যে ৪০ ভাগই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জানিয়ে এতে বলা হয়, চাহিদা সাপেক্ষে আগামীতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে।

চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াত বিরতিহীন ও আরামদায়ক হবে বলেও দাবি প্রতিষ্ঠানটির।

রিজেন্ট এয়ারের হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি বুধ ও রোববার রাত পৌনে ১১ টায় চট্টগ্রাম থেকে একটি করে ফ্লাইট ছেড়ে স্থানীয় সময় রাত পৌনে দুইটায় দোহা পৌঁছাবে।

“সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত পৌনে তিনটায় ছেড়ে সকাল ১১ টায় চট্টগ্রাম এসে পৌঁছাবে। ১৬৭ আসনের নতুন প্রজন্মের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যাত্রী নিয়ে এ রুটে চলবে।

“করসহ চট্টগ্রাম-দোহা পথে সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২৩ হাজার ৭৮৭ টাকা এবং রিটার্নসহ ৪০ হাজার ৪৬২ টাকা। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দোহা থেকে ফেরার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন।”

রিজেন্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল এম. ফজলে আকবর বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে বর্হিবিশ্বের আকাশপথে সরাসরি যোগাযোগকে প্রাধান্য দিয়ে আসছে রিজেন্ট এয়ার।

“এরই মধ্যে চট্টগ্রাম থেকে ব্যাংকক, কলকাতা ও মাসকাট পথে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে কাতারের রাজধানী দোহা।”

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪০   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ