আজ টিকে থাকার লড়াইয়ে নামছে পাকিস্তান

Home Page » ক্রিকেট » আজ টিকে থাকার লড়াইয়ে নামছে পাকিস্তান
বুধবার, ৭ জুন ২০১৭



pakistan team champions trophyবঙ্গ-নিউজঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর অতীত অনুপ্রেরণা নিয়ে মাঠে নেমে কদিন আগে বিরাট কোহলির দলের বিপক্ষে ব্যাট-বলে স্রেফ উড়ে গেছেন সরফরাজ- আজহার আলিরা। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। এমন ম্যাচে তারা নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে সেটা প্রমাণও করেছে এবি ডি ভিলিয়ার্সের দল। আজ নিশ্চয়, সেটাই আরেকবার করতে চাইবেন ডি ভিলিয়ার্সরা। আজকের জয়টা যে দক্ষিণ আফ্রিকার বড্ড বেশি দরকারও। আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালও।

আর পাকিস্তান জিততে পারলে তাদের সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার রাস্তাটা অনেক কঠিন। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য বললেন ‘কঠিন’ রাস্তাটা পারি দিতে পারবে তার দল।

সরফরাজ বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেরতে পারবো। খেলোয়াড়রাও এ বিষয়টা নিয়ে খুব চিন্তা করছে। আমরা তাদের বলে দিয়েছি, কোন চাপ ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে। আমি আশাবাদী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ঘুরে দাঁড়াবো আমরা।’

পাকিস্তান অধিনায়ক যোগ করেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সত্যিই খুব ভালো একটা দল। তাদের শক্তি এবং টিম কম্বিনেশন চিন্তা করেই আমরা পরিকল্পনা সাজিয়েছি।’ কতটা কার্যকর পরিকল্পনা সাজাতে পারলো পাকিস্তান, সেটা বোঝা যাবে আজ রাতেই!

বাংলাদেশ সময়: ১৩:২৭:৩৯   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ