স্বপ্নে ভাসছে বাংলাদেশ,নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

Home Page » ক্রিকেট » স্বপ্নে ভাসছে বাংলাদেশ,নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
বুধবার, ৭ জুন ২০১৭



নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড, স্বপ্নে ভাসছে বাংলাদেশ   বঙ্গ-নিউজ: গতকাল মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকেট কেটে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। আর ইংল্যান্ডের এই জয়ের মধ্যেই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

কারণ গতকাল ইংল্যান্ডের কাছে হেরে ৪ দলের গ্রুপ টেবিলের তলানিতে চলে গেছে নিউজিল্যান্ড। রান গড়ের হিসেবে বাংলাদেশের অবস্থান নিউজিল্যান্ডের ওপরে। ফলে ৯ জুন যদি নিউজিল্যান্ডকে ধরাশায়ী করতে পারে বাংলাদেশ, আর ১০ জুন যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে ইংল্যান্ড; তাহলে ইংল্যান্ডের সঙ্গী হয়ে গ্রুপ-এ থেকে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে।

চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আসরের প্রথম ম্যাচেই ৩০৫ রানের সংগ্রহ গড়েও ইংল্যান্ডের বিপক্ষে হেরে বসে মাশরাফিবাহিনী। এরপর গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় অপ্রত্যাশিত ভাবে ১ পয়েন্ট পায় বাংলাদেশ।

বৃষ্টিতে পণ্ড হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচও। ফলে দুই দলের ভাণ্ডারে যোগ হয়ছিল একটি করে পয়েন্ট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়ায় ২ ম্যাচ ২। অন্যদিকে, ২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হয় ১; নিউজিল্যান্ড এক ম্যাচে এক পয়েন্ট।

বাংলাদেশের সেমিফাইনাল সম্ভবনা জাগিয়ে রাখতে তাই মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হার জরুরি ছিল। শেষ পর্যন্ত কার্ডিফের মাটিতে তা-ই হয়েছে।

আগে ব্যাটিং করে সম্মিলিত চেষ্টায় অলআউট হওয়ার আগে (৪৯.৩ ওভারে) ৩১০ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৪ রান আসে জো রুটের ব্যাট থেকে। দ্বিতীয়ে সর্বোচ্চ ৬১ রান (অপরাজিত) করেন জস বাটলার। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাডাম মিলনে ও কোরে অ্যান্ডারসন ৩টি করে উইকেট নেন।

জবাবে ৪৪.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলকে জয় এনে দেওয়ার পথে ৪টি উইকেট নেন ইংল্যান্ডের লায়াম প্লাঙ্কেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন জ্যাক বল ও আদিল রশিদ।

এ ম্যাচ শেষে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে সেমির টিকেট পেয়েছে ইংলিশরা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ রয়েছে তৃতীয়স্থানে, রান গড় -০.৪০৭। চতুর্থস্থানে থাকা নিউজিল্যান্ডের রান গড় -১.৭৪০।

সেমিফাইনালের টিকেট হাতে পেতে চাইলে তাই নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে বাংলাদেশের। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারতে হবে ইংল্যান্ডের কাছে। দেখা যাক কি আছে বাংলাদেশের ভাগ্যে।

বাংলাদেশ সময়: ৭:৩৯:১৯   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ