আমাদের সেই গাঁয়ের বধূ -মুতাকাব্বির মাসুদ

Home Page » সাহিত্য » আমাদের সেই গাঁয়ের বধূ -মুতাকাব্বির মাসুদ
বুধবার, ৭ জুন ২০১৭



 Image result for bengali village wife  paints with  flowers

আলো আঁধারী ভোর,শিশিরের শিস,
শানাইয়ের শব্দের মতো বেহাগের সুর খেলে
রুপোলী রোদের ভেজা ঠোঁটে !
গাঁয়ের সলাজ বধূ কুয়াশিয়া ভোর ফেরি করে
অঞ্জলি ভরে নদীর নির্ঘুম চোখে !
লাল সুবিমল ক্লান্ত চোখ, বধূর অলস দেহ,
নদীর উতলা ঢেউয়ের মত তার কোমল দেহের ভাঁজে
ধ্রূপদী জলের ঢেউ,
বেহালার সুরে বিগত রাতের সোহাগ খেলে কমলার কোয়ার মত ঠোঁটে ;
সবুজ ঘাসের ডগায় কুমারী শিশিরের ফোঁটায় !

বিনোদিনী জোড়া শালিক নদীর ধারে
বিলের জলে, লাল শাপলার পাপড়ি মাখে গায়,
সোহাগী চন্দনের ফোঁটায়,
দেখে বধূ নদীর কাজলবুকে কচুরিপানার আড়ালে শরমে গতর ভেজায় !

শাপলার দলে ডাহুকের প্রণয়ী নৃত্য,
বধূর কচি মুখে সূর্যমুখী আমের ছায়া !
শালিক ওড়ে দিগন্তে প্রেম নিয়ে
অধরা আকাশের ওপাড়ে;
মেঘেরা যেখানে উড়াল খেলে প্রণয়ের বার্তা নিয়ে ‘উজ্জয়নী নগরে ‘!

গায়ের বধূ অবশেষে ঘর ফেরে ভেজা আঁচলে,
ভাটিয়ালি সুর নিয়ে, কালাকাজলের ডিঙ্গি চোখে
স্বপ্ন-সুখের অশ্রু নিয়ে !
অতঃপর ঋষিভোরে চপল কৈশেরের আল্পনা
আঁকে ঝরা শিশিরের কচি ঠোঁটে !
বধূর বিনোদিত যৌবন আজও প্লাবিত হয়
ঝরা শিউলি তলায়, কিংবা
বাঁশির সুরে নিমগ্ন-মাতাল কুয়াশার চাদরে,
মাঠের অবিন্যস্ত সবুজ ধানের উদলা শরীরে,
রোদমাখা চপল ডানায় কুলায় থেকে উড়াল দেয়া কতিপয় সোহাগী পাখির ঠোঁটে,
আমাদের এই পরাবাস্তব গাঁয় !

Image may contain: 1 person, sitting and indoor

বাংলাদেশ সময়: ৪:৫৫:৫৭   ১৯৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ