প্রবাসে নারীর জীবন

Home Page » এক্সক্লুসিভ » প্রবাসে নারীর জীবন
মঙ্গলবার, ৬ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ নারীদের জীবন বরাবরই সংগ্রামময়। নারী হিসেবে আমরা জীবনে বিশেষ করে অনেক বাধার সম্মুখীন হই। আমাদের চারপাশে সফল নারীদের অবিশ্বাস্য উদাহরণ দেখতে পাই, যাঁরা সব বাধা উপেক্ষা করে এগিয়ে গেছেন। থেমে নেই তাঁদের গতানুগতিক জীবনের ভাবাবেগ, থেমে নেই তাঁদের সব কাজের ফাঁকে সংসারকে টিকিয়ে রাখা, থেমে নেই তাঁদের কিছু ইচ্ছাগুলোকে বিসর্জন দেওয়া। সবই চলছে, চলমান নির্ধারিত সমাজের ভাবাবেগের সঙ্গে এবং তাঁরা চালিয়েও যাচ্ছেন সভ্যতার চিত্রকে মানিয়ে চলতে। মাঝেমধ্যে বিস্ময় জাগে, চলে যাওয়া কঠিন বাস্তবতাকে কঠিনের মাঝে সহজ করে নেওয়া দেখলে। পরিবারের একান্ত বিষয়গুলোকে কতটাই সহনশীলতার সঙ্গে গুছিয়ে নেন, যাতে পরিবারের অন্য সদস্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
অবশ্যই, প্রবাসী সব নারীর সংগ্রাম এক নয়, সবাইকে সব সময় সংগ্রাম করতে হয় না, কিন্তু সে সংখ্যা কম। অনেক নারী এগিয়ে আছেন, যাঁরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন, তাঁরা অনেকে ব্যাংকে, স্কুলে কাজ করেন। কিছু রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত কাজে জড়িত কেউ কেউ। আর সিংহভাগ গৃহিণী।
যাঁরা বৃদ্ধ বয়সে প্রবাসে চলে আসেন ছেলেমেয়েদের কাছে, তাঁদের দেশের জন্য মন কাঁদে। কারণ তাঁরা জীবনের বেশির ভাগ অংশ দেশেই কাটিয়েছেন। যে কারণে এখানে মন স্থির থাকে না। তা ছাড়া প্রবাসে মানুষজন অধিকাংশ সময় কাজে ব্যস্ত থাকায় সময় কাটানো কঠিন হয়ে পড়ে। অনেক সময় পরিবারের অনেককেই কাজের কারণে বাইরে যেতে হয়। এ ছাড়া প্রবাসে নিজেকে সবকিছু গুছিয়ে নিতে হয়, এর ভিকটিম হন বয়স্করা। তাঁদের মেডিসিন তা-ও ফোনের অ্যালার্ম ক্লকে ঠিক করে রাখতে হয়। কারণ তাঁদের দেখার মতো কারও সময় থাকে না। জীবনের পুরোটাই বাস্তবতার প্রভাব বুঝে ওঠা যায় যখন কেউ তাঁর নিজ অবস্থান থেকে দূরে যায়। কেউ পরিস্থিতি সামলে উঠতে পারেন সহজেই, কারও হয়তো কষ্ট হয়।
মানসিক দিক থেকে প্রবাসে জীবন অনেকটা নির্ভরশীল যে কারণে মনের সচেতন দিকটি ধরে ফেলে সহজে, কিন্তু যেসব নারী দেশ থেকে দূরে থাকেন, তাঁর অনেকেই মাঝেমধ্যে বিষণ্ন বোধ করেন, একটা মূল কারণ নারীরা সুখ-দুঃখ ভাগাভাগি করতে পছন্দ করেন, তাই প্রবাসে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ ফেলে আশা বান্ধবীদের ও আত্মীয়দের সুমুধুর সম্পর্কগুলো স্মৃতির ডায়েরিতে চাপা পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০২   ৯৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ