বাংলাদেশের আশা টিকে রইলো

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশের আশা টিকে রইলো
মঙ্গলবার, ৬ জুন ২০১৭



rubel celebrating after taking wicket of aaron finchবঙ্গ-নিউজঃ বৃষ্টির কারণে টিকে থাকলো বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণের পথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এখন ইংল্যান্ড যদি সব ম্যাচ জিতে, অর্থাৎ স্বাগতিকরা যদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায় এবং বাংলাদেশ যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারে, তবে সেমিতে উঠে যাবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যে ভারী বর্ষণ হবে, সেটার পূর্বাভাস ছিলো আগেই। ম্যাচ যে শেষ হতে পারবে না, এমন একটা শঙ্কাও ছিলো। শেষ পর্যন্ত হয়েছে তাই। বাংলাদেশের ১৮২ রানের মামুলি লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে ১৬ ওভারে এক উইকেট ৮৩ রান করে আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হার এড়িয়েছিলো অস্ট্রেলিয়া। আর এবার তারা বৃষ্টির কারণেই বঞ্চিত হলো জয় থেকে। পরপর দুই ম্যাচে বৃষ্টির দুই ভিন্ন রূপই দেখলো অসিরা।
বাংলাদেশের বিপক্ষে আর মাত্র চারটা ওভার যদি অস্ট্রেলিয়া খেলতে পারতো, তাহলে নিয়ম অনুসারে ফলাফল হতো এই ম্যাচে। আর ম্যাচের যা পরিস্থিতি ছিলো, তাতে জিততো অস্ট্রেলিয়াই।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচটাও যদি হেরে যায় তারা, তবে বাদ পড়ে যাবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সঙ্গে তখন পরের পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় এবং নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছেও হারে, তবে তাদেরকে টপকে সেমিতে উঠে যাবে বাংলাদেশ। বৃষ্টির কারণে সেমির আশাটা টিকেই থাকলো বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ৯:৫৪:৫৫   ৫৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ