“আমি বহু চিন্তা ভাবনা করে পোষ্ট দেই যেন বিতর্ক না ওঠে”

Home Page » বিনোদন » “আমি বহু চিন্তা ভাবনা করে পোষ্ট দেই যেন বিতর্ক না ওঠে”
সোমবার, ৫ জুন ২০১৭



fb_img_1496652916890.jpgবঙ্গ-নিউজ-ঃ আসিফ আকবর-গতকালের পোষ্টে লিখেছি একমাস জ্বরে ভুগেছি । আসলে আমার ডেঙ্গু বা চিকন গুনিয়া কোনটিই হয়নি অর্থাৎ এখন সুস্থ্য আছি । তারপরও বেশীর ভাগ মন্তব্যে আমার সুস্থ্যতা চেয়ে দোয়া করেছেন, আজও আসবে । দোয়া পেতে সবাই চায়, সবার মন থেকে আসা এই দোয়া আমার চলার পথের শক্তি, আমি কৃতজ্ঞ। সমস্যা হচ্ছে বেশির ভাগ মন্তব্য এসেছে পুরো পোষ্ট না পড়েই । একটু রসিকতা করতে গিয়ে নিজেই বেকুব হয়ে গেছি । কাল সারাদিন কাজে ছিলাম, জ্যামের মধ্যেই গাড়ী চালাতে হয়েছে । তখন ভেবেছি রসিকতা করে, সিরিয়াস হয়ে বা তথ্যভিত্তিক যে কোন পোষ্ট দেয়ার আগে আমার মাইন্ডসেট কি করা উচিত!! “ দোয়াসহ মন্তব্য উষ্ণভাবে রিসিভ করাই উত্তম হবে”- এই পথের সন্ধান পেয়ে ঢাকার জ্যামকে মাইন্ড রিফ্রেশমেন্ট হিসেবেই নিয়েছি ।

মানুষ ছবিতেই লাইক দেয়, অনেকে পোষ্ট পড়ে অনেকে পড়েনা । আমি বহু চিন্তা ভাবনা করে পোষ্ট দেই যেনো বির্তক না ওঠে, কেউ যেনো কষ্ট না পায় । আমিও ছবি দেই যেন পোষ্টের প্রতি আকর্ষিত হয়, যদিও অনেকে ক্ষ্যাত বা আদিখিল্লা ( কুমিল্লার ভাষা) মনে করে। তারপর তাকিয়ে থাকি ল্যাপটপের স্ক্রিনে, ঝড়ের মত লাইকের সাথে কিছু কমেন্ট। দেখা যাচ্ছে ঐ সময়ে বেশীর ভাগই পোষ্ট না পড়েই লিখছে – নাইস পিক, ভালবাসা অবিরাম,অসাম ইত্যাদি ইত্যাদি, যেগুলোর সাথে পোষ্টের কোন সম্পর্ক নাই, আজও তাই হবে। দ্রুত লাইক দিতে পারা এবং বুঝে না বুঝে কমেন্ট করার মধ্যে ‘কে আগে ’ এই প্রতিযোগিতা শুরু হয় । যারা পোষ্ট পড়ে তারা আস্তে ধীরে কমেন্ট করে । আমি এমন লেখা লিখিনা যেখানে গরম গরম মন্তব্য করা যাবে, ভালভাবে না পড়লে মাথায় ঢোকা ইট্টু মুশকিল আর তখনি আসে উদ্ভট মন্তব্য।

যেমন আমি একদিন গ্যাপ দিয়ে পোষ্ট দিয়েছি, একজন লিখেছেন – ভাই বহু দিন পর আপনার পোষ্ট পেলাম । আগের দিন হয়তো লিখেছি এ্যালবামের দিন শেষ,আমার আর কোন ফিজিক্যাল এ্যালবাম বের হবেনা, তিনি জিজ্ঞেস করলেন- ভাই আপনার পরের এ্যালবাম কবে আসবে ? আগের দিন নতুন গান জানিয়ে রিলিজ করা হয়েছে, তিনি বলছেন- ভাই বহু দিন আপনার গান পাচ্ছিনা । এরকম আন্ধাপটকা (আন্দাজে) বহু মন্তব্য পাই, অনেকটা ‘Six blind man and an Elephant’ ছড়াটার মত। এর মধ্যে বেশ কিছু রুগ্ন বুদ্ধিজীবি এবং মনো (একই সাইডে সাউন্ড বাজে ) সমালোচক আছেন যারা নিজের পান্ডিত্য জাহির করতে গিয়ে স্পীড ব্রেকারে উষ্ঠা (হোঁচট) খান। মাঝে মধ্যে কূলকিনারা পাইনা, তবুও ভালো ফেসবুক থাকাতে কিছু লেটেষ্ট মানসিকতার সাথে পরিচয় হচ্ছে । তবে সব কমেন্ট আগে পড়ি, পরে লাইক কমেন্ট আর ব্যান মারার সিদ্ধান্ত নেই। আমি লিখি আমার ভাল লাগা থেকে, এটা আমার চাকরী নয়, যদিও অনেকে তাই ভাবেন । আমার লেখা কেউ পড়ছে এটাই আমার অনেক ভালো লাগে এবং এ কারনে হজম শক্তি বাড়িয়েছি !! ভালবাসা অবিরাম ………

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৯   ৯৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ