অভিযোগের ব্যাপারে ‘আই ডোন্ট কেয়ার’:বাবুল আক্তার

Home Page » প্রথমপাতা » অভিযোগের ব্যাপারে ‘আই ডোন্ট কেয়ার’:বাবুল আক্তার
সোমবার, ৫ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: স্ত্রী মিতু হত্যার ব্যাপারে পুলিশের সঙ্গে সমঝোতা করেছেন বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। দেশের একটি অনলাইন পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

babul akter sp of bangladesh police

এর আগে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন একান্ত এক সাক্ষাৎকারে বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশের সাথে সমঝোতার অভিযোগ আনেন। তিনি বলেন, মিতু হত্যার সঙ্গে বাবুল আক্তার জড়িত। চাকরি থেকে অব্যাহতি নেয়ার বিনিময়ে পুলিশ তাকে গ্রেফতার করছে না।

এছাড়া মোশাররফ হোসেন বাবুল আক্তারের বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে প্রেম ও মিতু হত্যায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ তোলেন।

পরে বাবুল আক্তার তার শ্বশুরের বক্তব্য সম্পর্কে বলেন, পুলিশের সঙ্গে সমঝোতার কথা পুরোপুরি ভিত্তিহীন। তিনি বলেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। আমি যেহেতু পুলিশে ছিলাম। আমি বিষয়গুলো জানি। এটা নিয়ে বেশি কথা বলা ঠিক নয়। এতে তদন্তে ব্যঘাত ঘটে।

বাবুল আক্তার তার শ্বশুরের মন্তব্য সম্পর্কে বলেন, আমার শ্বশুর অনেক বয়স্ক মানুষ। তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি যখন তার বাসা থেকে চলে এলাম, তখন থেকেই তিনি আমার বিরুদ্ধে কথা বলছেন। কেন বলছেন, তা আমি আগেই বলেছি। তিনি শুরুতে আমার সঙ্গেই ছিলেন। কিন্তু এরপর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।

তিনি বলেন, পুলিশের পরকীয়া করার সময় কোথায়? একজন পুলিশ অফিসারের সঙ্গে দেহরক্ষী থাকে, গাড়ি চালক থাকে। এসব করলে তো ডিপার্টমেন্টের কেউ না কেউ জানবে। আজ পর্যন্ত তো কেউ বললো না। এসব তো পুলিশ বিভাগে চাপা থাকে না।

শ্বশুর মোশাররফ হোসেন একেক সময় একেক কথা বলছেন উল্লেখ করে বাবুল আক্তার বলেন, পুলিশের সঙ্গে সমঝোতা করে চাকরি থেকে অব্যাহতি নেয়ার কোনো সুযোগই নেই। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমি যদি চাকরি ফেরত পাওয়ার জন্য মামলা করি, তাহলে কি শ্বশুরের সব ভুল ভেঙে যাবে? মামলার তদন্তে অগ্রগতি হবে?

তিনি বলেন, আমার শ্বশুর যা বলেছে, তিনি যেসব অভিযোগ করেছেন তা আই ডোন্ট কেয়ার। আমি কোনো কিছুতেই আতঙ্কিত না।

উল্লেখ্য, গত বছরের জুন মাসের পাঁচ তারিখে চট্টগ্রামের জিইসি মোড়ে ‘আততায়ী’ কর্তৃক বাবুল আক্তারের স্ত্রী খুন হন। এ ঘটনায় বাবুল আক্তারকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন গুজব ছড়িয়ে পড়ে যে, স্ত্রী খুনের ঘটনায় বাবুল নিজেই জড়িত। কিন্তু মামলার তদন্তে এখনো এমন কিছু প্রমাণিত হয়নি।

বাংলাদেশ সময়: ১০:১০:৩৩   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ