মওদুদের গুলশান-২ নম্বরের বাড়িটির পুনর্বিবেচনার আবেদন খারিজ

Home Page » প্রথমপাতা » মওদুদের গুলশান-২ নম্বরের বাড়িটির পুনর্বিবেচনার আবেদন খারিজ
সোমবার, ৫ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রভাবশালী নেতা মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বসবাস করছেন সেটির বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এদিকে মওদুদকে বাড়ি ছাড়তে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

moududs home

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশটি দেন। আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, ‘মওদুদ আহমেদকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে। বর্তমানে বাড়িটি নিয়ে নেয়া সরকারের দায়িত্ব।’

এদিকে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারকে তো স্বত্ব দেয়া হয়নি, অধিকারও দেয়া হয়নি। মূল মালিকের সঙ্গে বোঝাপড়া করব, তার ছেলের সঙ্গেও আলোচনা করবো। আদালতও পর্যবেক্ষণ করবে।’

তিনি আরো বলেন, ‘দেশে কি কোন ধরনের আইন-কানুন নেই? আইনের আশ্রয় নেব। আদালতের আশ্রয় নিয়ে মোকাবেলা করবো। বাড়ি ছাড়বো না।’

জানা গেছে, হাইকোর্ট গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি মওদুদ আহমেদের ভাই মনজুর আহমদের নামে ডিক্রি জারি ও মিউটেশন করতে রায় দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের ২ আগস্ট আপিল বিভাগে এই রায় বাতিল হয়ে যায়।

আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ এবং তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ, যা পরে খারিজ হয়।

বাংলাদেশ সময়: ৯:২৯:৪৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ