বদিকে সামনের নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না - সেতুমন্ত্রী

Home Page » প্রথমপাতা » বদিকে সামনের নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না - সেতুমন্ত্রী
শনিবার, ৩ জুন ২০১৭



Image result for ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট একটি দল ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনবঙ্গ-নিউজঃ কক্সবাজারের বহুল আলোচিত সাংসদ আবদুর রহমান বদির ওপর বেজায় চটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বদিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের এই নেতা বলেছেন, ‘তোমাকে সামনের নির্বাচনে আর মনোনয়ন দেয়া হবে না।’

শুক্রবার টেকনাফের সাবরাং থেকে শাহপরীর দ্বীপের মাঝামাঝি সড়ক দিয়ে যাওয়ার সময় মানুষের দুর্ভোগ আর ভোগান্তি উপলব্ধি করে সেতুমন্ত্রী এসব কথা বলেন। জানা গেছে, বিগত ১০ বছর ধরে বেড়িবাঁধ আর সড়ক ভাঙার কবলে রয়েছেন এলাকাবাসী। ওবায়দুল কাদের নিজেই যখন এক ধরনের ভোগান্তির শিকার হন তখন সাংসদ আবদুর রহমান বদির ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন।

গত বৃহস্পতিবার কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট একটি দল ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যান। এসময় তারা ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে আজ শুক্রবার সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ায় ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। এরপর সেখান থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় যান আওয়ামী লীগের নেতারা।

পরিদর্শনের সময় মোরায় বিধ্বস্ত টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে সেতুমন্ত্রী প্রায় দেড় কিলোমিটার হেঁটে সেখানকার খালের কাছে যান। পরে নৌকায় শাহপরীর দ্বীপ এলাকা পরিদর্শন করেন। তিনি হাঁটার সময় ওই সড়কটি নাজুক পরিস্থিতি উপলব্ধি করেন। সঙ্গে সঙ্গে সড়কের বেহাল দশার কারণ জানতে চান স্থানীয় এমপি বদির কাছে। মন্ত্রীর প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি বদি। তখনই মূলত ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে মন্ত্রী বেড়িবাঁধ নির্মাণ শেষে টেকনাফ-শাহপরী দ্বীপের সড়কটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসীকে আশ্বাস দেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরদের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ৮:০৬:১৯   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ