বিল কসবির বিচার শুরু হচ্ছে

Home Page » বিশ্ব » বিল কসবির বিচার শুরু হচ্ছে
শনিবার, ৩ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ বহু বছর ধরে তিনি ‘আমেরিকাস ড্যাড’ হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় টিভি শো ‘দ্য কসবি শো’-এর সৌজন্যে লাখ লাখ মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন বিল কসবি। এখন যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। আগামী সোমবার থেকে ৭৯ বছর বয়সী এই অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ানের বিচার শুরু হচ্ছে।

১৩ বছর আগে ফিলাডেলফিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে যৌন নির্যাতনের ঘটনায় এ মামলা হয়। তাঁকে ওষুধ খাইয়ে অচেতন করেছিলেন বলে বিল কসবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে শুধু এই নারীই নন, গত চার দশকে প্রায় ৬০ জন নারী কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। প্রত্যেক অভিযোগেই তাঁর বিরুদ্ধে চেতনানাশক ব্যবহারের কথা বলা হয়েছে। এসব অভিযোগে কসবির ক্যারিয়ারেও বিরূপ প্রভাব পড়েছিল।

তবে পেনসিলভানিয়ার নরিসটাউনে বিচারকাজ শুরু হতে যাওয়া মামলাটিই কসবির বিরুদ্ধে আনা একমাত্র ফৌজদারি মামলা। ধারণা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে এ মামলার বিচারকাজ শেষ হতে পারে। মন্টেগোমারি কাউন্টি কোর্ট হাউসে বিচারকাজে থাকবেন ১২ জন জুরি।

মামলায় দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে কসবির। এর সঙ্গে জরিমানা দিতে হবে ২৫ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ০:১০:১১   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ