মির্জা ফখরুল ভোটের জন্য ‘জাতীয় ঐক্য’ চান

Home Page » জাতীয় » মির্জা ফখরুল ভোটের জন্য ‘জাতীয় ঐক্য’ চান
শুক্রবার, ২ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: সরকার আগামীতে ‘একদলীয় নির্বাচন’ করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।

শুক্রবার রাজধানীতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার ‘কথা বলাসহ জনগণের সব অধিকার’ কেড়ে নিয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, “তারা একদলীয়ভাবে দেশ চালাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমাদের সকলকে এই প্রশ্নে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।”

সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ‘কোনভাবেই জিততে পারবে না’ বলেও দাবি করেন তিনি।

“সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে আমরা সরকারকে আলোচনা করতে বসতে বলেছি। কিন্তু তারা আলোচনায় বসতে চান না। কারণ তারা জানেন- সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনোই জয়লাভ করতে পারবে না। সেজন্য তারা একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে।”

মতিঝিলের জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের একটি রেঁস্তোরায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান। মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের এতে বক্তব্য দেন।

খেলাফত মজলিশের আমীর অসুস্থ মাওলানা মুহাম্মদ ইসহাকের আরোগ্য কামনায় ইফতারের আগে মোনাজাত করা হয়।

রাজনীতিকদের মধ্যে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এম এম আমিনুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, এনপিডির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপের (ভাসানী) আজহারুল ইসলাম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, বিজেপির আবদুল মতিন সাউদ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, খেলাফত আন্দোলনের মজিবুর রহমান হামিদি, মুসলিম লীগের জুলফিকার চৌধুরী বুলবুল, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি এবং ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর, মাহফুজউল্লাহ, শামীম সাঈদী ও মোস্তফা মহীউদ্দিন মাহফিলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৩:২৯   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ