জাপান সম্রাটের সিংহাসন ছাড়ার বিল পার্লামেন্টে অনুমোদন- দুইশ’ বছরের ইতিহাসে প্রথম

Home Page » প্রথমপাতা » জাপান সম্রাটের সিংহাসন ছাড়ার বিল পার্লামেন্টে অনুমোদন- দুইশ’ বছরের ইতিহাসে প্রথম
শুক্রবার, ২ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ মন্ত্রিসভার পর জাপানের পার্লামেন্টে ‘সর্বসম্মতিক্রমে’ সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার ঐতিহাসিক বিল পাশ হয়েছে।

এর মধ্যে দিয়ে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটল। যা দুইশ’ বছরের ইতিহাসে প্রথম।

বৃহস্পতিবার সন্ধ্যায় পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনের মধ্যে দিয়ে আলোচিত এ বিল অনুমোদন পায়। আগামী সপ্তাহে এটি পার্লামেন্টের উচ্চকক্ষের মাধ্যমে আইন হিসাবে কার্যকর হওয়ার কথা রয়েছে।

পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টি ছাড়াও অন্য ছয়টি দলের এমপি’রা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বিলে বলা হয়েছে, আইন আকারে বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবলমাত্র সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। একই সাথে রানিও তার কতৃত্ব হারাবেন।

৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গতবছর অগাস্টে বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে ঠিকঠাকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এক রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করার বিধান না থাকায় তা দেশটির আইননুঙ্গ ও বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী শিনজো আবে সরকার আইন করে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সুযোগ করে দেয়।

বৃহস্পতিবার সংসদে বিলটি ওঠার পর পার্লামেন্টের বিরোধীদল সম্রাটদের সিংহাসন ছাড়ার আইনটি অন্যান্য সম্রাটের ক্ষেত্রেও যাতে কার্যকর সেই বিষয়ে দাবি তোলে। কিন্তু সরকারি সংসদ সদস্যরা এর বিরোধিতা করলে বিলটি অনুমোদনের পর বিরোধদলীয় সাংসদরা ওয়াক আউট করে।

এ সময় সংসদে মন্ত্রিসভার মূখ্য সচিব ইয়াশিদা সুগা বলেন, এ বিলটি কেবল চলতি সম্রাটের অপসারণে কার্যকর হবে। অন্যান্য সম্রাটের জন্য বিল পাশ করতে গেলে আমাদেরকে আগে দেশের জনগণের মতামত নিতে হবে। তারপর চাইলে পার্লামেন্টের সদস্যরা চিরস্থায়ীভাবে বিল করতে পারেন।

জাপানের আইন অনুযায়ী, কেবলমাত্র সম্রাটের রক্তবহন করে এমন পুরুষ সদস্যরা পরবর্তী সম্রাট হওয়ার সুযোগ পায়। আর সে অনুযায়ী আকিহিতোর ছেলে ৫৫ বছর বয়সী যুবরাজ নারুহিতো ক্ষমতা পাচ্ছেন।

সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। তার প্রোস্টেট ক্যানসারও রয়েছে। ১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হয়েছিলেন আকিহিতো। জাপানিদের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মানিত একজন সম্রাট।

তবে বিভিন্ন সময় দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ২০১৮ সালের ডিসেম্বরে সম্রাটের জন্মদিনেই নতুন সম্রাট নারিহিতো মুকুট পরতে পারেন।

বাংলাদেশ সময়: ৯:২৪:৫২   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ