সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার:সিইসি ও মার্শা বার্নিকাট বৈঠক

Home Page » জাতীয় » সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার:সিইসি ও মার্শা বার্নিকাট বৈঠক
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক আলোচনায় একমত হয়েছেন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আর ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন এদেশে আর হবে না। একই সঙ্গে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও উঠে আসে।

nurul barnikat

বুধবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আলোচনার পর সকল দলের অংশগ্রহণে স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন কমিশনের সচিব মো. আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আর ৫ জানুয়ারি মতো নির্বাচন আর নয়। সবাই চেষ্টা করবো এরকম ঘটনা যেন আর না ঘটে।’

জানা গেছে, মার্শা বার্নিকাট ও ইউএসএআইডির প্রতিনিধিদল বুধবার দুপুরে নির্বাচন কমিশনে আসেন। সেখানে মার্কিন প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন। মার্শা বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনী সব সহযোগিতা করতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র।’

মার্শা বার্নিকাট বলেন, ‘সবার অংশগ্রহণ শুধু নির্বাচনের দিন হলেই চলবে না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হতে হবে। প্রার্থীদের সুষ্ঠুভাবে নিবন্ধন করার বিষয়টি থাকতে হবে। ভোটের দিন সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। তার ভোটটি গণনা হবে সেই আত্মবিশ্বাস থাকে। বাংলাদেশের ভালো নির্বাচনের ইতিহাস রয়েছে। আগামী নির্বাচন যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে হয় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করবেন এটাই আমরা বিশ্বাস করি।’

সচিব আবদুল্লাহ বলেন, ‘গত নির্বাচনে কিছু ভুল, হরতাল ও সহিংসতার কথা বলেছে যুক্তরাষ্ট্র। সহিংসতার ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। আলোচনায় নির্বাচন কমিশনার বলেছেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর ৪ মাসের মাথায় ১২ জুন আরেকটি গ্রহণযোগ্য নির্বাচনের ইতিহাস বাংলাদেশের রয়েছে। কাজেই আরেকটি সুষ্ঠু নির্বাচন অসম্ভব নয়।’

বাংলাদেশ সময়: ৯:১৬:৫৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ