জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত

Home Page » প্রথমপাতা » জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। আজ বুধবার বিকাল ৫টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

shamol kanti narayanganj

জেলসুপার সুভাষ ঘোষ মুক্তি জানান, শ্যামল কান্তির আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে জামিন চাইলে আদালত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। আগামী ২০ জুলাই পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

পরে বিকালে সেই জামিনের কপি নারায়ণগঞ্জ কারাগারে এসে পৌছালে নানা যাচাই-বাছাই করার পর তাকে বিকালে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ২৪ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার নাম করে ঘুষ নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহামান্য আদালত।

বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা মোর্শেদা বেগম ২০১৬ সালের জুলাই মাসে শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে উল্লেখিত মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ওই স্কুলের ইংরেজি শিক্ষিকা মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করার নামে ৩৫ হাজার টাকা ঘুষ নেন। পরে আরো এক লাখ টাকা ঘুষ নেন। মোট ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষের পরও তাকে এমপিওভুক্ত করার কোন পদক্ষেপ নেয়া হয়নি।

তবে বহুল আলোচিত এই শিক্ষক তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘তাকে মানসিক চাপে রাখতেই কোন এক প্রভাবশালীর নির্দেশে ষড়যন্ত্রমূলক মামলাটি করা হয়েছে। আমি ন্যায়বিচার পাইনি। ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের মে মাসে ধর্মীয় অবমাননার অভিযোগে শ্যামল কান্তিকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আর মামলাটি দায়ের করা হয় বহুল আলোচিত ওই ঘটনারও দুই মাস পর। সেই সময় শিক্ষক শ্যামল কান্তিকে শারীরিক নির্যাতন ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনাটি ব্যাপকভাবে সমালোচিত হয়।

বাংলাদেশ সময়: ৯:১০:৩৮   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ