অর্থমন্ত্রী: ৭-৮ বছরের মধ্যেই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে

Home Page » অর্থ ও বানিজ্য » অর্থমন্ত্রী: ৭-৮ বছরের মধ্যেই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে
বুধবার, ৩১ মে ২০১৭



abul mal abdul muhit newবঙ্গ-নিউজঃ আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পূর্ববর্তী এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ স্বপ্ন পূরণের পথেই হাঁটছে উল্লেখ করে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী এই অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা এবং উপকারভোগীর সংখ্যা বাড়ছে।

এছাড়া এবারের বাজেটে নতুন উদ্যোগ হিসেবে পিছিয়ে পড়া এলাকার জন্য বিশেষ বরাদ্দ, প্রতিবন্ধিদের প্রতি বাড়তি মনোযোগ এবং সংখ্যালঘুদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয়েছে। বাংলাদেশ সেই দিকেই এগিয়ে যাচ্ছে। অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা রাষ্ট্র করবে বলে তিনি জানান।

অর্থমন্ত্রী জানান, ২০১৮ সালের বাজেটে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে এলাকাভিত্তিক বরাদ্দ করার ব্যবস্থা ও সবার জন্য সার্বজনীন পেনশন স্কিম চালুর রূপরেখা প্রদান করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৯   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ