সুদের হার কমবে এমন খবরে সঞ্চয়পত্র কিনতে ভিড়

Home Page » অর্থ ও বানিজ্য » সুদের হার কমবে এমন খবরে সঞ্চয়পত্র কিনতে ভিড়
বুধবার, ৩১ মে ২০১৭



Image result for সুদের  হার কমবে এমন খবরে সঞ্চয়পত্র কিনতে ভিড়বঙ্গ-নিউজ: বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসসহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে সঞ্চয়পত্রের বিক্রি আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে।তবে বিক্রির হিসাব মাসিক ভিত্তিতে হয় বলে অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর কত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তা জানাতে পারেননি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ওয়াহেদ মাহমুদ বলেন, “জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সুদ কমানোর কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। তবে সুদের হার কমানোর খবরে ভিড় বেশ বেড়েছে।”

বর্তমানে ব্যাংক আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে। অন্যদিকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদ হার নয় থেকে ১২ শতাংশের মত।

পাশাপাশি পুঁজিবাজারে খুব বেশি আশার খবর না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে সঞ্চয়পত্রই সাধারণ নাগরিকদের কাছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন সুদের হার কমিয়ে দেওয়া হলে আগের হারে মুনাফা মিলবে না। এই আশংকা থেকেই গত কয়েক দিনে সঞ্চয়পত্র বিক্রির হিড়িক পড়েছে বলে

জানা যায়। অর্থমন্ত্রীর ঘোষনা মোতাবেক যারা সঞ্চয় পত্র ইতিমধ্যেই ক্রয় করেছেন তাদেরকেও শতকরা তিন হারে টেক্স দিতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:১৬   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ