ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো’ পেটানোর ঘোষণা ছাত্রলীগ নেতার

Home Page » প্রথমপাতা » ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো’ পেটানোর ঘোষণা ছাত্রলীগ নেতার
বুধবার, ৩১ মে ২০১৭



imran h sarkar on mikeবঙ্গ-নিউজঃ ধর্ম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবি মেনে নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। পরবর্তীতে এর রেশ ধরে ইমরানকে ‘কুত্তার মতো’ পেটানোর হুমকি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতা।

গতকাল রাতে শাহবাগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ইমরান সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রলীগের নেতারা। শাহবাগে মিছিল শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি। ঢাবি ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও তার কর্মীদের দেখা যাবে সেখানেই তাদের কুত্তার মতো পেটানো হবে।’

জানা গেছে, যুদ্ধপরাধীদের শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ছাত্রলীগের রংপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ইমরান শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নেয়ার প্রতিক্রিয়ায় ইমরান বলেছিলেন, ‘সরকার মৌলবাদীদের সন্তুষ্ট করতে রাজনীতির নোংরা খেলায় মেতেছে। আওয়ামী লীগ সরকার মূলত ‘আখের গোছাতে ইসলাম ধর্মকে ব্যবহার করছে।’ ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিলে স্লোগান দেয়া হয়, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’। সেই মিছিলে নেতৃত্বদেন ইমরান এইচ সরকার।

পরবর্তী সময়ে মিছিলের একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের অর্ধশতাধীক নেতা-কর্মী ইমরানের বিরুদ্ধে একটি মিছিল বের হয়। মিছিলে অন্যান্যের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও আদিত্য নন্দী ছিলেন।

শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রুপাত্মক স্লোগান দিয়ে মঞ্চের নেতাকর্মীরা ধৃষ্টতা দেখিয়েছেন। এরকম স্লোগান দিলে যে কেউ চাইলে মামলাও দিতে পারে।’

বাংলাদেশ সময়: ০:১৯:৩৩   ৪৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ