মুঠোফোন ও রাউটারে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » মুঠোফোন ও রাউটারে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে
মঙ্গলবার, ৩০ মে ২০১৭



বঙ্গ-নিউজঃ উইন্ডোজচালিত কম্পিউটারে ভয়াবহ র‍্যানসমওয়্যার ম্যালওয়্যারের আক্রমণের পর অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরাও এ ধরনের ম্যালওয়্যারের ঝুঁকিতে আছেন। যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মুঠোফোন ব্যবহারকারীদের এখনই সতর্ক হতে হবে। না হলে সর্বনাশ হতে পারে। চুরি হতে পারে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য। কম্পিউটারে বা মুঠোফোনে ক্ষতিকর প্রোগ্রামের লিংকসহ আসা ই-মেইলকে ম্যালওয়্যার বলা হয়। এই ম্যালওয়্যার ফাইল খুলতে বাধা দিলে এবং অর্থ দাবি করলে সেটা র‍্যানসমওয়্যার নামে পরিচিত। ১২ মে এই র‍্যানসমওয়্যারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা শুরু হয়।চীনের বৃহত্তম ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান কুইহো ৩৬০ টেকনোলজি কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান ইয়াং বলেন, ওয়ানাক্রাই নামের যে র‍্যানসমওয়্যারটি কম্পিউটারকে আক্রান্ত করেছে, তা মুঠোফোনকে সরাসরি আক্রমণ করতে পারে না। তবে এর সম্ভাব্য ঝুঁকির ওপর ব্যবহারকারীদের চোখ রাখতে হবে। তিনি বলেন, সম্প্রতি সংঘটিত নজিরবিহীন সাইবার হামলায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার গুরুত্ব বেড়ে গেছে, বিশেষ করে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে। এবার অ্যান্ড্রয়েড বা আইওএসের মতো মুঠোফোন প্ল্যাটফর্মের পরিবর্তে ভাইরাসটি উইন্ডোজ প্ল্যাটফর্ম লক্ষ্য করে ছড়ানো হয়েছে। তবে কেউ যদি আক্রান্ত কম্পিউটার থেকে তথ্য স্থানান্তর বা তথ্য রাখার জন্য মুঠোফোন যুক্ত করেন, তবে ঝুঁকি তৈরি হতে পারে। এতে স্মার্টফোনে থাকা এসডি কার্ডের ফাইলগুলো ওই ভাইরাস এনক্রিপ্ট করে ফেলতে পারে। মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় নিরাপদ সাইট না হলে ঝুঁকি থেকে যাবে।

কুইহো ৩৬০-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে চীনে মুঠোফোনে র‍্যানসমওয়্যার আক্রমণ বাড়ছে। গত বছরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ১২ লাখ আক্রমণের ঘটনা ঘটেছে। মুঠোফোন বা কম্পিউটারে ফাইল আটকে অর্থ দাবি করলে তা না দেওয়ার পরামর্শ দেন নিরাপত্তা গবেষকেরা। এতে দুর্বৃত্তরা ভবিষ্যতে আরও আক্রমণের জন্য উৎসাহ পায়।

বেইজিংভিত্তিক চিতা মোবাইল ইনকরপোরেশন নিরাপত্তা প্রকৌশলী লি তেইজুন বলেন, মুঠোফোন নিরাপত্তা অ্যাপ্লিকেশন ইনস্টল করার চেয়ে ভাইরাস আক্রমণ থেকে সচেতন থাকা বেশি গুরুত্বপূর্ণ। যে ছদ্মবেশী অ্যাপ্লিকেশন, আকর্ষণীয় ভিডিও বা সফটওয়্যার টুল অনিরাপদ অ্যাপ ডাউনলোডের জন্য ব্যবহারকারীকে লোভ দেখায় তা ঝুঁকিপূর্ণ। অনিরাপদ থার্ড-পার্টি চ্যানেল থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ভাইরাস কোম্পানি ওয়েব রুটের জ্যেষ্ঠ অ্যাডভান্সড থ্রেট রিসার্চ বিশ্লেষক এরিক ক্লোনোভস্কি বলেন, অ্যান্ড্রয়েড মুঠোফোন যন্ত্রের জন্য র‍্যানসমওয়্যার তৈরি হওয়ার বিষয়টি লক্ষ করা যাচ্ছে। এটি বড় উদ্বেগের বিষয়। কম্পিউটারে যেভাবে র‍্যানসমওয়্যার দেখা যাচ্ছে মুঠোফোনের ক্ষেত্রেও সে রকম দেখা যেতে পারে। স্ক্রিনের ওপর বার্তা দেখিয়ে কয়েক শ ডলার দাবি করা হতে পারে।

মুঠোফোনে পরিচিত একধরনের র‍্যানসমওয়্যার দেখা যায়। একে বলা হয় সিম্পল লকার। ২০১৪ সালে এ র‍্যানসমওয়্যার প্রথম ছড়ায়। এরপর থেকে এর বিভিন্ন সংস্করণ ছড়িয়েছে। বর্তমানে এটি আরও জটিল ও উন্নত হয়ে মুঠোফোনে আক্রমণ করছে। র‍্যানসমওয়্যারে আক্রান্ত হওয়ার ঘটনাকে গুরুত্বপূর্ণ সমস্যা বলে মন্তব্য করেছেন ক্লোনোভস্কি। তিনি বলেন, ‘মুঠোফোনে পরিবারের ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকে। কিন্তু এ ভাইরাস মুঠোফোনে আক্রমণ করলে অর্থ না দেওয়া পর্যন্ত তা আর ফেরত পাওয়ার আশা করা ঠিক হবে না।’ অ্যান্ড্রয়েড মুঠোফোনে র‍্যানসমওয়্যার আক্রমণ করলেও এখনো আইওএস প্ল্যাটফর্মে এটি দেখা যায়নি। তথ্য সুরক্ষিত রাখতে এক্সটার্নাল ড্রাইভে ডেটা ব্যাকআপ রাখার পরামর্শ দেন ক্লোনোভস্কি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কম্পিউটার বা স্মার্টফোন নয়, সাইবার হামলা হতে পারে রাউটার বা ইন্টারনেট অব থিংস (আইওটি) যন্ত্রে। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্টের গবেষকেরা ইন্টারনেটের সঙ্গে যুক্ত গৃহস্থালি পণ্যগুলোতে সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছেন। অ্যাভাস্টের গবেষকেরা বলেছেন, হ্যাকাররা রাউটারকে লক্ষ্য করেও আক্রমণ চালাতে পারে।

অ্যাভাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট স্টিকলার বলেন, ‘রাউটারে আক্রমণ করা মামুলি ব্যাপার। কিন্তু ব্যবহারকারীদের তা ঠিক করার কোনো উপায় থাকে না। হ্যাক হলে রাউটার ফেলে দিয়ে নতুন রাউটার কেনা ছাড়া কোনো পথ খোলা থাকে না।’

অ্যাভাস্টের প্রধান কারিগরি কর্মকর্তা অ্যান্ড্রেজ ভ্লেক বলেন, ইন্টারনেট সুবিধার নানা পণ্য মানুষ এখন ব্যবহার করছে। যখন নিরাপত্তার বিষয়টি আসে একে পুরো দুঃস্বপ্ন বলে মনে হয়। ঝুঁকিতে থাকা পণ্যের মধ্যে রয়েছে টিভি সেট, অডিও সিস্টেম, খেলনা।

ভিনসেন্ট স্টিকলার বলেন, সম্প্রতি তাঁরা যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে রাউটার হ্যাক করে দেখিয়েছেন। রাউটারের ফার্মওয়্যার পরিবর্তন করে টিভি সেটের নিয়ন্ত্রণ নিয়ে একই প্রোগ্রাম বারবার চালাতে পারে। টিভি বন্ধ করলেও তা বন্ধ হয় না। এমনকি টিভি বন্ধ করে র‍্যানসমওয়্যারের মতো অর্থ চাইতে পারে।তথ্যসূত্র: জাকার্তা পোস্ট, গালফ নিউজ, এএফপি।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৬   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ