‘বায়ো-ব্যাটারি’ হিসেবে কাজ করবে ব্যাকটেরিয়া

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ‘বায়ো-ব্যাটারি’ হিসেবে কাজ করবে ব্যাকটেরিয়া
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩



bacteria.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ব্যাকটেরিয়া সরাসরি নিজে থেকেই ইলেক্ট্রিকাল চার্জ উৎপন্ন করে নাকি অন্য কোনো মাধ্যম ব্যবহার করে এ প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর এতোদিন ছিলো না বিজ্ঞানীদের কাছে। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অবশেষে ওই ধাঁধার সমাধার করতে পেরেছেন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল। এখন শুধু অপেক্ষা বিজ্ঞানীদের আবিষ্কারটিকে বানিজ্যিক পণ্যে রুপ দেয়ার।বিজ্ঞানীরা যে ব্যাকটেরিয়াটি নিয়ে গবেষণা চালিয়েছেন তার বৈজ্ঞানিক নাম ‘শিওয়ানেলা ওনেইডেনসিস (Shewanella oneidensis)’। অ্যামাজন থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত বিশ্বব্যাপী নদী ও সমুদ্রের জলে ব্যাকটেরিয়াটির উপস্থিতি রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীদের দলটির দলনেতা এবং স্কুল অফ বায়োলজিকাল সায়েন্স অ্যাট দি ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার প্রভাষক ড. টম ক্লার্ক।

ব্যাকটেরিয়াটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদী ও সাগরের পানিতে লোহা এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদানের উপস্থিতি প্রভাবিত করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু ব্যাকটেরিয়াগুলো খনিজ উপাদানের ওই পরিবর্তন কিভাবে প্রভাবিত করে সে ব্যাপারটি পরিষ্কার ছিলো না বিজ্ঞানীদের কাছে।

গবেষণা চালাতে গিয়ে ল্যাবেরটরিতে ব্যাকটেরিয়াটির একটি সিনথেটিক ভার্সন তৈরি করেন ড. ক্লার্ক ও তার সহকর্মীরা। বিজ্ঞানীরা দেখেন, ল্যাবরেটরিতে তৈরি ব্যাকটেরিয়ার সিনথেটিক ভার্সনটি খনিজ পদার্থের সংস্পর্শে এসে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রিক চার্জ উৎপন্ন করছে। খনিজ পদার্থগুলোর পরিমানেও নানা পরিবর্তন আনছে।

ব্যাকটেরিয়াটির বিদ্যুৎ শক্তি উৎপাদনের রহস্য উদঘাটনের পর একে বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এ ব্যাপারে ড. ক্লার্ক বলেন, ‘ব্যাকটেরিয়াগুলো কিভাবে কাজ করে সে ব্যাপারে পরিষ্কার ধারণা, ব্যাকটেরিয়াগুলো থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি ব্যবহারের উপায় খুঁজে বের করার সুযোগ করে দিয়েছে বিজ্ঞানীদের। দূর্গম ও প্রতিকূল পরিবেশেও বিদ্যুৎ শক্তির যোগান দিতে পারে এটি।’

বাংলাদেশ সময়: ১৫:৪০:১৪   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ