বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে

Home Page » ক্রিকেট » বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে
সোমবার, ২৯ মে ২০১৭



bangladesh indiaবঙ্গ-নিউজঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের ‘উইকেট’ আলোচনা এখনো থামেনি। পাকিস্তানের বিপক্ষে অদ্ভূত এক উইকেটে খেলতে নামতে হয়েছিল বাংলাদেশকে। উইকেট থেকে সীমানার দূরত্ব ছিল মাত্র ৩৫ মিটারের মতো। তবে এই আলোচনা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই মাশরাফি বিন মর্তুজার দলের। আগামীকালই যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় বিরাট কোহলিদের বিপক্ষে খেলতে নামবে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মোস্তাফিজরা। গাজী টিভি ও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩ এবং স্টার স্পোর্টস এইচডি-১, ২ ও ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত ক্রিকেট যুদ্ধ।

অনেক দিন ধরে ক্রিকেটে বাংলাদেশ-ভারত মুখোমুখি মানেই বাড়তি রোমাঞ্চ। গত ওয়ানডে বিশ্বকাপের পরপর বাংলাদেশে এসে প্রথমবারের মতো সিরিজ হেরে গেছে ভারত। তারপর ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের বিপক্ষে নাটকীয়ভাবে ১ রানে হেরে যায় বাংলাদেশ। আগামীকাল প্রস্তুতি ম্যাচে দুদল মুখোমুখি হলেও বাড়তি রোমাঞ্চই ছড়াবে নিশ্চিত।

প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪১ রান করেও অদ্ভূত উইকেটে পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে সেই ক্ষতে অবশ্যই প্রলেপ দিতে চাইবে মাশরাফির দল।

বাংলাদেশ সময়: ২০:৫২:২৬   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ