ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু!

Home Page » এক্সক্লুসিভ » ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু!
রবিবার, ২৮ মে ২০১৭



ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু! (দেখুন ভিডিও)ছবি: ইন্টারনেট

বঙ্গ-নিউজ:মানব সমাজে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই কী কী করতে পারে? এমন প্রশ্ন করলে প্রায় সবার কাছ থেকে একই ধরনের উত্তর মিলবে৷ সদ্যোজাতর চোখও ফোটে না৷ কান্না ছাড়া আর কী-ই বা পারা সম্ভব! এ যাবৎকাল সদ্যোজাতর এমন স্বভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের চোখ৷ কিন্তু এবার যা ঘটল, তাকে চিকিৎসকরা ‘মিরাকল’ ছাড়া আর কিছুই বলতে পারছেন না৷ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে পারছে এই শিশু! এও সম্ভব? নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে যে! কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও তো সেই প্রমাণই দিচ্ছে৷ হাসপাতালের বিছানায় প্রসবের পরই ভিডিওটি রেকর্ড করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে দিব্যি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে৷ এ সত্য যেন বিজ্ঞানের সব তথ্যকে এক্কেবারে গুলিয়ে দিয়েছে৷ সদ্যোজাতর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে৷ হাত, পায়ের হাড়ও নরম হওয়ায় চলা ফেরার প্রশ্নই ওঠে না৷ আড়াই-তিন বছরের আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না৷ আর সেখানে জন্মের পরমুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদেরও৷ ভিডিও কোথাকার, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কাণ্ড-কারখানা আপাতত ভাইরাল হয়ে গেছে৷

টিভির পর্দায় অনেক সময় সদ্যোজাতদের নিয়ে মজার বিজ্ঞাপন তৈরি হয়৷ দেখানো হয়, শিশু ভূমিষ্ঠ হয়েই কখনও চিকিৎসকের স্মার্টফোন ঘাঁটছে, আবার কখনও কথা বলতে শুরু করে দিচ্ছে৷ সেসব বিষয় কাল্পনিক হলেও দর্শকরা ভালই উপভোগ করেন৷ কিন্তু এমন বাস্তব কি অতীতে কারও চোখে পড়েছে? কে জানে৷ নেটিজেনদের অনেকেই মজা করে লিখেছেন, ৪জি-র জমানায় জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু৷ অনেকে আবার সদ্যোজাতকে ‘স্পেশাল’ মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৫   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ