জাতীয় দলে নাসিরের জায়গা দেখছেন না পাপন

Home Page » ক্রিকেট » জাতীয় দলে নাসিরের জায়গা দেখছেন না পাপন
রবিবার, ২৮ মে ২০১৭



nasir became number 14 all rounder in the worldবঙ্গ-নিউজঃ বাংলাদেশ দলে নাসির হোসেন কেন নেই? এই প্রশ্ন বহু পুরনো। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে অনেকদিন ধরে টানা ভালো খেলছে বাংলাদেশ। তবে যখনই কোন জয় হাতছাড়া হয়ে যচ্ছে, নাসির শূন্যতার আলোচনাই উঠেছে বারবার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই আলোচনা এখন আরও বেগবান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দলে নাসিরের জায়গা দেখছেন না। বরাবরের মতোই পাপনের প্রশ্ন- কার জায়গায় খেলাব নাসিরকে?

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও ত্রিদেশীয় সিরিজে দলে রাখা হয়েছিল নাসিরকে। অনেকে বলছিলেন এটি স্রেফ  আইওয়াশ। এই দাবির পেছনে যুক্তিও খুঁজে পাওয়া গেছে। ত্রিদেশিয় সিরিজের চার ম্যাচের মধ্যে নাসিরকে খেলানো হয়েছে একটি ম্যাচে। সেটাও সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ার পর।

নাসির দেশে ফিরেই এই উপেক্ষার জবাব দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে একদিন আগে ক্যারিয়ার সেরা ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তারপর থেকে আরও বেশি উঠছে ‘নাসির কেন নেই’ এই আলোচনাটা ।

তবে এই আলোচনা গায়ে মাখালেন না পাপন। বিসিবি সভাপতির মতে দলে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নাসিরের জায়গা কই, ‘লিটন দাস ভালো খেলে সুযোগ পাচ্ছে না। ইমরুল কায়েসের পর্যাপ্ত সুযোগ হচ্ছে না। বিজয় সুযোগ পাচ্ছে না। রিয়াদকে ভালো খেলেছে। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে? মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, কিন্তু সে-ও সুযোগ পাচ্ছে না।’

ত্রিদেশিয় সিরিজে সানজামুল ইসলামকে খেলানো হয়েছে। অনেকের মতে, সানজামুলের চেয়ে অনেক এগিয়ে নাসির। আবার মিরাজ ভালো স্পিনার ঠিক আছে কিন্তু অভিজ্ঞতা ও ব্যাটিং বিবেচনায় তার জায়গায়ও আরামসে খেলানো যেতো নাসিরকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্য স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে নাসিরকে। ভাগ্য খুললেও খুলে যেতে পারে রংপুরের এই অলরাউন্ডারের।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৩   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ