মিলেছে বিস্ফোরক,সাভারে জঙ্গী মেলেনি

Home Page » প্রথমপাতা » মিলেছে বিস্ফোরক,সাভারে জঙ্গী মেলেনি
শনিবার, ২৭ মে ২০১৭



বঙ্গ-নিউজ:  বিভিন্ন ধরনের বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের মাধ্যমে সাভারের জঙ্গী আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। এবারের অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি। একইসাথে এই অভিযানে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

police at savar operation

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাভারের মধ্য গেন্ডা এলাকার একটি বাড়িতে জঙ্গীরা অবস্থান করছে সন্দেহ করে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে প্রবেশ করে কিছু না পেয়ে পরবর্তীতে ওই বাড়িটি থেকে দুইশ গজ দূরে আরেকটি বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বিতীয় বাড়িটিতে অভিযান শুরু করে। তবে অভিযানে কিছু বোমা তৈরির সরঞ্জাম ও সুইসাইডাল ভেস্ট ছাড়া আর কিছু উদ্ধার হয়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান জানান, জঙ্গিরা নাশকতার জন্যই এখানে অবস্থান করছিল। বাড়িটি থেকে সাতটি হাতে তৈরি গ্রেনেড ও তিনটি আত্মঘাতী ভেস্ট উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বেয়ারিংয়ের বল, ব্যাটারি, পাউডারসহ আরও কিছু বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

অভিযানের পর এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, স্থানীয় একজনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম বাড়িটির পর দ্বিতীয় বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে পুলিশ প্রবেশের আগেই বাড়িতে থাকা জঙ্গিরা তালা মেরে পালিয়ে যায়। ওই বাসার একটি রুমে একটি খাট ও একটি নষ্ট টিভি ছিল। অন্য একটি রুম ছিল তালাবদ্ধ।

বাড়িতে বোমা থাকতে পারে ভেবে গতকাল রাতে আর অভিযান চালায়নি পুলিশ। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌছলে বাড়িটির নিচতলার বাসিন্দা ও অন্য সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে অভিযান চালায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:০১:২৯   ৭৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ