সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা, সকলকে খেলা দেখতে আসার আহ্বান আইসিসির

Home Page » খেলা » সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা, সকলকে খেলা দেখতে আসার আহ্বান আইসিসির
শনিবার, ২৭ মে ২০১৭



champion trophyবঙ্গ-নিউজঃআগামী মাসের প্রথম দিন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার কয়েক দিন আগে ম্যানচেস্টারে বড় ধরনের বোমা হামলার বিষয়টিতে নড়েচড়ে বসেছে অনেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ওই সব প্রশ্ন এখন ঢাকা পড়ে নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরু হওয়াতে যখন মাত্র কয়েক দিন বাকি, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে আসার আহ্বানও জানানো হলো আইসিসি পক্ষ থেকে।

আইসিসির অ্যান্টিকরাপশন ও সিকিউরিটি ইউনিটের (আকসু) পক্ষ থেকে ক্রিকেট ভক্তদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে মাঠে আসার কথা বলা হয়েছে। আকসু চেয়ারম্যান ফ্লানাগান বলেন, ‘সবাইকে নিশ্চিত করছি এখানে আতঙ্কের কোনও কারণ নেই। সবাইকে বলব মাঠে আসতে। কেউ যদি কিছু বলে তাকে বলতে দিন, কিন্তু ম্যাচ দেখতে আসুন। সকলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আমরা।’

তবে মাঠে খেলা দেখতে এলে নিরাপত্তা নিশ্চিত করার খাতিরে কিছু বিড়ম্বনায় যে পড়তে হবে আগে থেকে সেটাও জানিয়ে রাখলেন ফ্লানাগান, ‘ম্যানচেস্টার আক্রমণের পর খেলার মাঠেও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। যে কারণে তল্লাশির সময় একটু হয়তো বেশি সময় লাগবে। গাড়ি থেকে ব্যাগ সব কিছুই খুটিয়ে দেখা হবে। দর্শকদের সাথে যাই থাকুক না কেন, সবই পরীক্ষা করা হবে। যেভাবে ক্রিকেট মাঠে পিকনিকের আবহ থাকে সেটা হয়তো এবার আর দেখা যাবে না।’

গত সোমবার ম্যানচেস্টারের একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্টে বড় ধরনের বোমার বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পঞ্চাশের বেশি। এই ঘটনার পর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসি বরাবর বার্তা পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো।

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল অংশ নিচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৩৫   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ