স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামী

Home Page » বিশ্ব » স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামী
শুক্রবার, ২৬ মে ২০১৭



স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামীবঙ্গ-নিউজঃ সন্দেহের বশে নিজের স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামী। ঠান্ডা মাথায় খুনের পর নিজে বাড়িওয়ালাকে ফোনে স্ত্রীকে খুনের কথা স্বীকারও করে সে। পাশাপাশি থানায় গিয়ে আত্মসমর্পণ করবে বলেও জানিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির উত্তরপল্লিতে।

অভিযুক্ত স্বামী শেখ হায়দারের বাড়ি বীরভূমের নানুরে। বেনাচিতির উত্তরপল্লির বাসিন্দা তরুণ রায়ের বাড়িতে ভাড়া থাকতেন তিনি এবং তার স্ত্রী রিনা বেগম। দীর্ঘ ১৪ বছর ধরে ভাড়া ছিলেন দুজনে। প্রতিবেশীদের কথায়, পেশায় রাজমিস্ত্রি হায়দার তার স্ত্রী রিনা বেগমকে সন্দেহ করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি লেগে থাকত। অভিযোগ, সেই সন্দেহের বশেই গত বুধবার রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে হায়দার। তারপর ঠাণ্ডা মাথায় বাড়ির উঠোনেই মৃতদেহটি মাটিচাপা দেয়। সেই সময় নিজের ছেলে ও মেয়েকে কীর্ণাহারে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল হায়দার।

এ ঘটনার পর থেকেই পলাতক ছিল হায়দার। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে হায়দার নিজেই স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনে মাটিচাপা দিয়ে রাখার কথা জানায়। সেইসঙ্গে নিজেই খুনের কথা স্বীকার করে দুর্গাপুর থানায় আত্মসমর্পণ করবে বলেও জানায় হায়দার। ফোনে ভাড়াটের এই নৃশংসতার কথা শুনে স্তম্ভিত তরুণবাবু দুর্গাপুর থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে আজ শুক্রবার সকালে দুর্গাপুর থানা পুলিশ তরুণবাবুর বাড়ির উঠানের মাটি খুঁড়ে হায়দারের স্ত্রী রিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে। বাড়ির মালিক তরুণ রায় থানায় পুরো ঘটনার লিখিত বিবরণ জমা দিয়েছেন। নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, হায়দার স্ত্রীকে প্রথমে মাথায় আঘাত করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেছে। যেখান থেকে রিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি রক্তমাখা ছুরি, একটি শাবল, লু্ঙ্গি ও বোরখাও উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই খুনের ঘটনা ঘিরে বেনাচিতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: সংবাদ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৩   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ