সুখস্মৃতি নিয়েই আয়ারল্যান্ড ছাড়ছেন মাশরাফিরা

Home Page » ক্রিকেট » সুখস্মৃতি নিয়েই আয়ারল্যান্ড ছাড়ছেন মাশরাফিরা
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



Image result for সুখস্মৃতি নিয়েই আয়ারল্যান্ড ছাড়ছেন মাশরাফিরাবঙ্গ-নিউজঃ দেশ ছাড়ার আগে মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের অধিনায়ক বলে গিয়েছিলেন যে, আয়ারল্যান্ডে সবগুলো ম্যাচ জেতার ইচ্ছে আছে তাদের। ইচ্ছেটা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তারপরও সুখস্মৃতি নিয়েই আয়ারল্যান্ড ছাড়ছেন মাশরাফিরা।আজ আয়ারল্যান্ডের স্থানীয় সময় বেলা দুইটার পর ডাবলিন থেকে উড়ে বার্মিংহ্যামে যাবে বাংলাদেশ দল। সেখানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত প্রস্তুতি। পহেলা জুন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে, পাকিস্তান- ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। তার আগে অবশ্য জয়ের স্মৃতি নিয়েই ইংল্যান্ড যাচ্ছেন তারা।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের এক রকম উড়িয়েই দিয়েছেন মাশরাফিরা। পাঁচ উইকেটের ওই জয়ে বাংলাদেশ উঠে গেছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। ইতিহাসে প্রথমবার ওয়ানডে দল হিসেবে এতো উপরে উঠলো বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা যে, তারা আট দলের মধ্যে সেরা ছয়ে থেকেই শুরু করবে ওয়ানডে বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর।

সুখস্মৃতি থাকলেও বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সহজ হবে না। কারণ খেলতে হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রলিয়ার বিপক্ষে। তিনটি দলই ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী।

তাদেরকে হারাতে হলে তাই বিশেষ কৌশলই অবলম্বন করতে হবে মাশরাফিদের। কী হতে পারে সেই কৌশল, তারও একটা আভাস দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনঅয়ক। তিনি বলেছেন, এই তিন দলের বিপক্ষে আগে ব্যাটিং করলে রান করতে হবে তিনশর বেশি। আর তারা আগে ব্যাটিং করলে আটকে রাখতে হবে তিনশোর নিচে। তাহলেই কেবল তৈরি হবে বাংলাদেশের সম্ভাবনা।

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, সর্বশেষ দুই বিশ্বকাপে যাদেরকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে সর্বশেষ ম্যাচেই হারিয়েছেন মাশরাফিরা। বাদ থাকে কেবল অস্ট্রেলিয়া, তাদের বিপক্ষে জিততে হলে কঠিন ক্রিকেটই খেলতে হবে মাশরাফিদের।

বাংলাদেশ সময়: ২০:২৫:২৩   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ