“বুদ্ধিমান হউন,,ঠিক কাজটি বুঝে করুনঃ আসিফ আকবর”

Home Page » বিনোদন » “বুদ্ধিমান হউন,,ঠিক কাজটি বুঝে করুনঃ আসিফ আকবর”
বুধবার, ২৪ মে ২০১৭



fb_img_1495626933230.jpg

বঙ্গ-নিউজঃ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম প্রয়োজন। অনুরোধ করে হাতে পায়ে ধরে  প্রতিষ্ঠা যদি পাওয়াও যায় সেটা বেশীদিন সাসটেইন করেনা । আমার ব্যক্তিত্বের সবচেয়ে দূর্বল পয়েন্ট ছিলো আমি ‘না ’ শব্দটা ব্যবহারে অপারগ ছিলাম। নিজের ক্যারিয়ারে অনেক আনকোরাকে সূযোগ দিয়েছি যারা পরবর্তীতে এ্যানাকোন্ডা হয়ে গেছে। এতে সুনামে কিছুটা হাত পড়েছে প্রচ্ছায়ার মত, কষ্ট পেয়েছি সূযোগ প্রাপ্তদের দ্বারা, ক্ষতিগ্রস্থও হয়েছি নানা ভাবে। উদারতা মানুষের মহৎ গুন, নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে উদারতা হচ্ছে সবচেয়ে বড় দূর্বলতা। আমি উদার হয়েছি নিজের মনের কথা শুনে অথবা কাছের কারো পরামর্শে কিংবা তদবীরে। এ সমস্ত কারনে পাত্র অপাত্র একই অবস্থানে চলে এসেছে।

জাতি হিসেবে আমরা আবেগী । কারো পাশে দাঁড়ানো, কোন উপকারে আসা অথবা সঠিক কাজটির পক্ষে থেকে কাউকে উদ্ধার করা দূর্বলতার অংশ। কিছু ধুরন্ধর লোক আসে সাহায্য চাইতে, আসে নিজের প্রতিষ্ঠার জন্য, প্রয়োজনে আপনার কাছের কাউকে দিয়ে এমন ভাবে অনুরোধ করাবে যেনো আপনি গলে যান,লোকটা যে ধুরন্ধর তাতো গায়ে লেখা থাকেনা। তাছাড়া ব্যস্ততার মধ্যে উদারতা দেখানো একধরনের পাপ । যাচাই বাছাই না করে শুধু মাত্র কারো সুপারিশে যদি সেই ধুরন্ধর লোকটিকে সুবিধা দেন তাহলে এক সময় সেইই আপনাকে সাপের পাঁচ পা দেখাতে সময় নিবে না। আর আমার ক্ষেত্রে যা হয়েছে তাতে আমি সাপের শরীরে শুধু পা’ই দেখছি ।

উদার লোকের সবচেয়ে খারাপ গুন তার সরলতা অর্থাৎ দূর্বলতা, নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বাজে যোগ্যতা, আমিও এর ব্যতিক্রম নই, এখন ঘাটে ঘাটে পানি খাচ্ছি, একসময় হয়তো স্বেচ্ছায় অর্জিত সব বিপদ কেটে যাবে, শুধু দাগ থেকে যাবে । তবে যা গরম পড়েছে আপাততঃ ঘাটে ঘাটে অন্তত পানি যে পাচ্ছি তাতে কষ্ট পেয়েও সন্তুষ্ট। এখন আর অত অনুরোধ রাখিনা, “না” বলা শিখেছি , একান্তই “না” বলতে পারলে এড়িয়ে চলছি, সমস্যা আসলে এড়িয়েও চলা যায় না,ফেস করতে হয়,সেটাই করছি । এই তথাকথিত উদারতা আমার দূর্বলতাকে সামনে নিয়ে এসেছে । এই লেখার মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্বন্ধে হালকা মেসেজ দিলাম। আপনার সিদ্ধান্ত একান্তই আপনার । সবাই বাঁশ দেখে, কেউ বাঁশ খায়, আর কেউ বাঁশের গিরা গোনে। বুদ্ধিমান হউন, ঠিক কাজটি বুঝে করুন । ভালবাসা অবিরাম ………………বিঃদ্র- আসিফ আকবরের পেজ থেকে নেওয়া

বাংলাদেশ সময়: ১৮:০২:৩০   ৬০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ