১. প্রেম তুমি এসেছিলে
প্রেম তুমি এসেছিলে অজ্ঞাত!
শেকড়সুদ্ধ বৃক্ষরূপেই জন্ম নিয়েছিলে অামার ভেতরে, ভেতরে অার ভেতরেই কোনো এক অনাবাদী অকর্ষিত জমিতে অজ্ঞাতসারেই।
প্রথম কোনো একদিন তোমায় ভালোবেসে ছুঁতে চেয়েছিলাম তোমার হাত অামার ভেতরের অদৃশ্য হাতে, তোমার চোখ অামার ভেতরের তৃষ্ণার্ত সকরুণ নিদারুণ চোখে, তোমার ঠোঁট অামার ভেতরের গচ্ছিত চুম্বনের সর্পর্শিক নগ্ন মগ্ন স্পর্শে।
তোমায় ছুঁতে চেয়েছি যেই, সেই তুমি গেছো সরে,
তোমায় ধরতে চেয়েছি যেই, সেই তুমি গেছো ঝরে
অঝরে নিথর অামার বুকের `পরে…
প্রেম, তোমায় ভালোবেসেছি বলে যখন নেমেছে সন্ধ্যা
অামার পৃথিবীতে ছড়িয়েছি গুচ্ছ রজনীগন্ধা।
তবু প্রেম তুমি কখন্ যেনো এসেছিলে,
দু’হাত ভরে অামায় দিয়েছিলে তোমার সব; তৃষ্ণায় কাতর অামি প্রবল ব্যাকুলতায় তোমার সুধারস করেছিলাম পান
প্রেম তুমি কখন্ যেনো এসেছিলে, ঠিক মনে নেই; অামায় ভালোবেসে অামাতে মিশে করিয়েছিলে স্নান।
২. তুমি যদি অাসো এখানে
তুমি যদি অাসো এখানে, খানিকক্ষণ বসো অামার পাশে-
তবে অাজ অামি অার জ্যোঁৎস্না দেখব না, তোমার হাঁসির ফোয়ারায় জ্যোঁৎস্না ঝরাব অামার হৃদয়ের কার্নিশে…
তোমার চোখের নির্মোহ মায়ায় অাবিষ্কার করব অামার পৃথিবী; অামার ভালোবাসাকে তোমার হৃদয়ের স্তম্ভে করব স্থাপিত।
তোমার হাতের মুঠোয় বন্দি করব অামার অস্তিত্ব; অামার ঠোঁটের কোণে এঁকে দেব তোমার ভালোবাসার রংধনু।
তোমার মাঝে হারিয়ে দেব নিজেকে; কোনো অসীমের সীমান্তে হারিয়ে যাব অামরা দু’জন- শুধু অাজকের জন্য।
তুমি যদি অাসো এখানে, অামার পাশে বসো খানিকক্ষণ-
তবে অামি পৃথিবীর চোখে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব; তোমার পৃথিবীতে করব বিচরণ… তোমার পৃথিবীর প্রেম দু’হাত ভরে লুঠব অামি।
তারপর, অামি অামরা দু’জন হারিয়ে যাব কোনো এক অজান্তে…
না হয় শুধু অাজকের জন্য।
৩. মাতাল প্রেমের কাব্য
তুমি অাছো অার অামি অাছি
অামি অাছি অার তুমি অাছো…
তোমার হৃদয়ে অামি
অামার হৃদয়ে তুমি; হৃদয়ের সমস্ত ভূমিতে তোমার অবাধ বিচরণ…
তোমার প্রেমে মাতাল অাজ অামার হৃদয়ের নেশারা, তোমার হৃদয়ের উদার জমিতে অামার পথচলা অবিরাম…
তুমি মিশে অাছো অামাতে
অামি মিশে অাছি তোমাতে।
অামার সত্তায়, অস্তিত্বে, অামার প্রাণের ঝঙ্কারিত প্রতিটি স্পন্দেন শুধু তুমি অার তুমি;
তুমি ছাড়া বড়ো শূণ্য অামার হৃদয়ভূমি।
অাজ তুমি মানেই অামি
অার অামি মানেই তুমি।
তোমায় নিয়ে অাজ হৃদয়রাজ্যে পাড়ি জমাব…
লিখব মাতাল প্রেমের কাব্য;
বড্ড অভিপ্রায় জাগে অামার-
তোমার দু’চোখের নিশায় অামার পৃথিবীর প্রভাত দেখব।
৪. প্রেম-১
প্রেম সে কোলাহল, ভ্রমরের গুঞ্জন
প্রেম সে কোনো এক কান্না, ঝরনার ক্রন্দন
তবু প্রেম তুমি ভেতরে অামার, বাহিরে অামার; অামার `অামি’- তে গাঁথা
প্রেম তুমি এক বৃক্ষ অার অামি সে বৃক্ষের ঝরাপাতা!
৫. যদি বলো
যদি বলো ভালোবাসি
সুখের জলে যাব ভাসি…
যাব ভাসি সাগর জলে,
ভালোবাসার অন্তরালে।
যদি বলো হিয়ার ভেতর
বাঁধব অামি সুখের বাসর
তবে, হিয়া দেব খুলে-
বাসর বাঁধব বকুল ফুলে।
যদি বলো চন্দ্র হয়ে
একফালি জ্যোঁৎস্না নিয়ে,
তোমার বুকে রাখব মাথা-
ঘুচবে অামার জনমব্যথা।
যদি বলো পৃথিবী হব
অাকাশ হয়ে অামি র’ব,
সেই অাকাশে ভাসবে তুমি…
মেঘ হয়ে ছোঁব অামি।
যদি বলো হব তৃষ্ণা,
বিলিয়ে দেব হৃদয় হাসনা।
সেই হাসনার বাসনা নিয়ে-
গাঁথব হিয়া তোমার নাঁয়ে।
যদি বলো যাব ওপথে…
অামিও যাব তোমার সাথে,
দেখা হবে অাবার-
তবু, তোমার অার অামার।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৮ ১১৮৮ বার পঠিত