বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভয় পাচ্ছে:এরশাদ

Home Page » প্রথমপাতা » বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভয় পাচ্ছে:এরশাদ
বুধবার, ২৪ মে ২০১৭



বঙ্গ-নিউজ:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১০ মে সংবাদ সম্মেলন করে দেশ গঠনে তার দলের ভিশন ২০৩০ দেশবাসীর সামনে তুলে ধরেন। এরপর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে বিএনপির ভিশন নিয়ে। এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।’

ershad ex president

২৩ মে মঙ্গলবার রাজশাহী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন দলটির চেয়ারম্যান এইচ. এম. এরশাদ। এরশাদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণার পর থেকে আওয়ামী লীগে কত কথা হচ্ছে। যেন তারা ভীত হয়ে পড়েছেন। সারাদেশে তীব্র তাপদাহ আর রাজনীতিতে চলছে বাকযুদ্ধ।’

এরশাদ বলেন, ‘খালেদার ভিশন নিয়ে আওয়ামী লীগের চুপ থাকা উচিত ছিল। ২০৩০ সাল এখনো অনেক দূরে। বিএনপির ভিশন নিয়ে বাকযুদ্ধ আওয়ামী লীগের দুর্বলতার প্রকাশ। আমরা কিন্তু এখনো কিছু বলিনি। দেখি খালেদা জিয়া সামনের ১২ বছরে কি করতে পারে।’

নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন করবো। তবে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এবার জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে।’

জাতীয় পার্টিরও ভিশন আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘খালেদার ভিশন ২০৩০ আর আমাদের ভিশন দুটি। একটি প্রাদেশিক সরকার আর অন্যটি নির্বাচন পদ্ধতির পরিবর্তন। নির্বাচন পদ্ধতি এমন করতে চাই যেন কোন বিতর্ক না হয়। প্রাদেশিক সরকার ব্যবস্থা কায়েম হলে রাজশাহী হবে একটা প্রদেশ। যার নামকরণ হবে ‘বরেন্দ্র প্রদেশ’।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতিসহ আরো অনেকে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আবুল হোসেন। সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টু।

তবে দলটির সম্মেলনে জেলার নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদ জানান, পরবর্তীতে জাতীয় পার্টির রাজশাহী জেলার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১২:১৪:০৮   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ