ঢাকায় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড

Home Page » জাতীয় » ঢাকায় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড
বুধবার, ২৪ মে ২০১৭



বঙ্গ-নিউজ: কয়েক দিনের তাপদাহে অতিষ্ঠ সারাদেশ। রাজধানীতেও তার ব্যতিক্রম হচ্ছে না। বাইরে বের হলেই খাঁ খাঁ রোদ আর গরম বাতাস, দুই মিলিয়ে পরিস্থিতি অনেকটা অসহ্য পর্যায়ে। এর মধ্যে গতকাল মঙ্গলবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে গেলো ঢাকায়।

অর্থাৎ গতকাল চলতি মৌসুমের সবচেয়ে গরম দিন পার করেছে নগরবাসী। ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের যে কোন দিনের চেয়ে যা বেশি। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রেকর্ড হওয়ার পরও আশার খবর নেই ঢাকাবাসীদের জন্য। এই খরতাপ আরও কয়েক দিন কাটাতে হবে রাজধানীবাসীকে। আবহাওয়া অধিদপ্তর তেমনই বলছে। আগামী কয়েক দিনের বৃষ্টির সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এখন ঢাকায়। রাজধানীতে গত কয়েকদিন ধরে সামান্য তাপমাত্রা বাড়লেও অন্যত্র তেমন বাড়ছে না। আগামী কয়েকদিনেও এমন আবহাওয়া থাকবে।’ শাহিনুল যোগ করেন, ‘বাতাসে আর্দ্রতা বেশি থাকার সঙ্গে তাপমাত্রাও বেশি হওয়ায় সর্বত্র অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।’

ঢাকায় এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ২০১৪ সালের। ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গত পাঁচ দশকের মধ্যে যা সর্বোচ্চ।

রাজধানীসহ দেশের অন্যত্র যেমন- খুলনা, বরিশাল, রাজশাহী, চাঁদপুর ও নোয়াখালীর উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২:০৮:১৮   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ