ঢাকা লিগ হওয়া উচিত ঠাণ্ডার মৌসুমে,সাবেক অধিনায়ক

Home Page » ক্রিকেট » ঢাকা লিগ হওয়া উচিত ঠাণ্ডার মৌসুমে,সাবেক অধিনায়ক
বুধবার, ২৪ মে ২০১৭



mosaddek batting in dhaka leagueবঙ্গ-নিউজঃ ঢাকা প্রিমিয়ার লিগকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ঘরোয়া ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে তীব্র গরমের সময়ে। ফলে অপ্রত্যাশিত ইনজুরিতে পড়ছেন অনেক খেলোয়াড়। তাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন, এই লিগ হওয় উচিত ঠাণ্ডার মৌসুমে।সুজনের আগে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। পাইলট বলেছিলেন, এতো গরমে ক্রিকেটাররা বাজে রকম ইনজুরিতে পড়ছে। সুতরাং বোর্ড যাতে পরবর্তী মৌসুমে এ বিষয়ে চিন্তা করে দেখে।

একই রকম কথা বলেছেন সুজনও। বোর্ড পরিচাল এবং আবাহনীর কোচ; এক সঙ্গে দুই দায়িত্ব পালন করা সুজন আজ বিসিবি একাডেমিতে আবাহনীর অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এই রকম গরমের মধ্যে ঢাকা লিগের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলা কঠিন। ছেলদের জন্য খুবই কষ্টকর। আমরা ভবিষ্যত ঠাণ্ডার মৌসুমে খেলা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা করবো।’

গরমের মধ্যে খেলা নিয়ে দলের মধ্যেও আলাপ- আলোচনা হচ্ছে জানিয়ে সুজন বলেন, ‘আজ আমাদের টিম মিটিংয়ে গরম ম্যানেজ করে খেলা নিয়ে আলোচনা হয়েছে। ছেলেরা প্রস্তুতি নিচ্ছে। অনেক আইস বাথ নিতে হচ্ছে। এ ছাড়া সবাই পর্যাপ্ত পরিমাণ তরল খাবারও খাচ্ছে।’

গরমের কারণে প্রায় প্রতিটি দলের একাধিক খেলোয়াড় ইনজুরড হলেও আবাহনীর কেউ তা হয়নি বলে দাবি করেন সুজন। তিনি বলেন, ‘আমাদের ট্রেনার- ফিজিওরা প্রত্যেককে সব সময় মনিটরিং করছে। অন্য দলগুলোর অনেকের ইনজুরি হয়েছে। তবে আমাদের সৌভাগ্য, সে রকম কিছু হয়নি।’

সুজন জানান, বোর্ড সদস্য হিসেবে ভবিষ্যতে ঘরোয়া লিগের ক্যালেন্ডার করার সময় তিনি ঠাণ্ডার মৌসুমে ঢাকা লিগ আয়োজনের প্রস্তাব দিবেন। যাতে ক্রিকেটাররা এই আসরটি উপভোগ করতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০৩:৪৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ