অন্য দল থেকে এসে আ. লীগে যোগদান: ‘কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক’

Home Page » জাতীয় » অন্য দল থেকে এসে আ. লীগে যোগদান: ‘কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক’
সোমবার, ২২ মে ২০১৭



  •  

বঙ্গ-নিউজ: কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে চলমান নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির ক্ষেত্রে এ বিষয়টিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি।

গত শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন জেলার নেতারা দলের মধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ করেন। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জামায়াতের কাউকে দলে না ঢোকাতে নেতাদের সতর্ক করে দেন।

সভাপতির ওই হুঁশিয়ারির পর ওবায়দুল কাদেরের এ নির্দেশনা এল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দলে কোনো ভাবেই সাম্প্রদায়িক অপশক্তি আসতে পারবে না।

“দল ভারি করতে অন্য কোনো দল থেকে লোক ভেড়ালে সেটা গ্রহণ করা হবে না, নেওয়া হবে না। কেন্দ্রের অনুমতি ব্যতিরেকে অন্য দলের কেউ গ্রহণযোগ্য হবে না।”

আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর ক্ষেত্রে ‘সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলা’ দলের প্রধান লক্ষ্য থাকবে বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

“সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠকে আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এরমধ্যে একটি হল- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক উগ্রবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলার এজেন্ডা।”

বিএনপি ও জামায়াত থেকে ইতোমধ্যে যেসব সদস্য দলে ঢুকেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “নতুন সদস্যপদ নবায়ন ও সংগ্রহের সময় সাংগঠনিক সম্পাদকরা তা যাচাই-বাছাই করবেন।”

‘দেশে অপরাজনীতি চলছে’ দাবি করে খালেদা জিয়ার সাম্প্রতিক এক টুইট বার্তার প্রতিক্রিয়ায় বিএনপি নেত্রীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “আমি বিনয়ের সাথে জানাচ্ছি- বাংলাদেশে অপরাজনীতির সূচনা আপনার হাতে। আপনার মুখে এ ধরনের বড় বড় কথা মানায় কী? … মানায় না।”

আসন্ন রমজান মাসে জনভোগান্তি এড়াতে বিদ্যুৎ, ওয়াসা ও জ্বালানি কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

“রোজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যেন নিশ্চিত হয়, ওয়াসার পানি পেতে কোনো ধরনের সমস্যা না হয়, গ্যাস সরবরাহ যেন বিঘ্ন না হয় এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মোজাম্মেল হক ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৫   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ