সৌম্য যেখানে সাকিব- তামিমেরও উপরে

Home Page » ক্রিকেট » সৌম্য যেখানে সাকিব- তামিমেরও উপরে
সোমবার, ২২ মে ২০১৭



বঙ্গ-নিউজ: সৌম্য সরকারের ব্যাটে আবার পুরোনো সৌন্দর্য। ক্যারিয়ার শুরুতেই ব্যাট হাতে দারুণ কিছুর স্বপ্ন দেখানো সৌম্যর ব্যাটে অনেক দিন ছিলো নিদারুণ খরা। তারপরও তার উপর থেকে আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন এই তরুণ। এর মধ্যেই পরিসংখ্যানের পৃষ্ঠা উল্টিয়ে দেখা গেলো একটি বিশেষ জায়গায় সৌম্যর ব্যাট সাকিব- তামিমের ব্যাটের চেয়েও চওড়া।

soumya sarkar

পরিসংখ্যান বলছে, বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে গড়ে সবচেয়ে বেশি রান করেছেন সৌম্য সরকারই। বাংলাদেশ জিতেছে, এমন ১৫টি ম্যাচে ব্যাটিং করেছেন তিনি। তাতে ৫২.৩৩ গড়ে তিনি করেছেন ৬২৮ রান। এর মধ্যে ১২৭ রানে অপরাজিত থাকা ইনিংসটি তার সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৮ ও ৯০ রানের অপরাজিত থাকা দুটি ইনিংসও আছে সৌম্যর ক্যারিয়ারে।

এই পরিসংখ্যানে সৌম্যর পরের নামটা সাকিব আল হাসানের। বাংলাদেশ জিতেছে এমন ৭৭টি ম্যাচে দলে ছিলেন সাকিব। ব্যাটিং করেছেন ৬৯টি ম্যাচে। তাতে ৪৯.১৮ গড়ে রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৩৪ রানে অপরাজিত।

তিন নম্বর নামটা শাহরিয়ার নাফীসের, অনেক দিন ধরেই তিনি জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন। নাফীস বাংলাদেশের ৩৪টি জয়ে দলে ছিলেন। ব্যাটিং করেছেন সবগুলো ম্যাচেই। এই ম্যাচগুলোতে তার ব্যাট থেকে গড়ে ৪৮.৯৩ করে রান এসেছে। সর্বোচ্চ ১২৩ রানে অপরাজিত।

চার নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের কোনো সময়েই নির্দিষ্ট পজিশনে স্থির থাকার সুযোগ পাননি এই ব্যাটসম্যান। তারপরও ৬০টি জয়ের ৪৫ ইনিংসে তার ব্যাট থেকে গড়ে এসেছে ৪৬.৩৯ রান। এর মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটা ১০৩ রানের।

পাঁচ নম্বরে আছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ৬৮টি জয়ের সাক্ষী তামিম ব্যাট হাতে নেমেছেন প্রতিটিতেই। তাতে গড়ে করেছেন ৪৪.৮৭ রান। বাংলাদেশ জিতেছে, এমন ম্যাচে তামিমের সর্বোচ্চ রান ১৫৪।

এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই সৌম্যর ব্যাটিং সামর্থ্যের বড় একটা প্রমাণ। কিন্তু এই তরুণের ব্যাট এখনো সেভাবে ধারাবাহিক নয়। কিছুদিন আগেই ফর্মহীনতার অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। একেরপর এক ম্যাচে বাজে পারফর্ম করে দলে জায়গাও হারিয়েছিলেন। তবে এখন আবার তার ব্যাটে পুরোনো ঝলক। এই ঝলক ধরে রাখতে পারলে, সৌম্য নিশ্চিতভাবেই অনেক দূর যাবেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ