সৌম্য আস্থার প্রতিদান দিচ্ছেন ,বাশার উচ্ছ্বসিত

Home Page » ক্রিকেট » সৌম্য আস্থার প্রতিদান দিচ্ছেন ,বাশার উচ্ছ্বসিত
রবিবার, ২১ মে ২০১৭



বঙ্গ-নিউজ:  শুরুটা হয়েছিল রূপকথার মতো। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ খেলে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সৌম্য সরকার। বিশ্বকাপে বিরুদ্ধ কন্ডিশনে ভয়ডরহীন ক্রিকেট খেলে সকলের মন জয় করেছেন। তারপর নিজেকে নিয়ে গিয়েছিলেন আরও উচ্চতায়। ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে অসাধারণ ব্যাটিং করে নিজেকে বাংলাদেশ ক্রিকেটের নতুন ‘সেনসেশনে’ পরিণত করেছিলেন। কিন্তু তারপরই হঠাৎ যেন ধার হারিয়ে ফেলল সৌম্যর ব্যাট। দল থেকে বাদ দেওয়ার জোড় সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু সমালোচনা হজম করে সাতক্ষীরার এই তরুণের উপর আস্থা রেখেছিলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে এবং নির্বাচকরা। সৌম্য এখন সেই আস্তার প্রতিদান দিচ্ছেন। আর এতে বেজায় খুশি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

soumya hits 87 against ireland

অ্যায়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন সৌম্য। ডাবলিনে অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ৬১ রানে আউট হওয়ার পর মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

সৌম্যর ব্যাটে পরপর দারুণ দুটি ইনিংস দেখার পর হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমার ভালো লাগছে এটা দেখে যে সে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছে, যারা আস্থা রেখেছিলেন তাদের সবার মুখ রেখেছে।’

সৌম্যর এই ফেরাটা বড় আশাও দেখাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। ত্রিদেশীয় সিরিজ শেষে আগামী মাসের প্রথম দিন থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। বাংলাদেশের জন্য এটিই বড় ভাবনার বিষয়। কারণ সেখানকার গতিময় উইকেটে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ। বাশার বলছেন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের এই ভাবনা কমাতে পারে সৌম্যর ব্যাট।

হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে সৌম্যকে খুব বড় ভূমিকা রাখতে হবে। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর পারফরম্যান্সই কিন্তু বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের ভিত গড়বে। সে পেস ও বাউন্স আছে-এমন উইকেটে ভালো করে, সেটি নিউজিল্যান্ডেও দেখা গেছে, আয়ারল্যান্ডেও দেখছি। ইংলিশ উইকেটেও সে আশা করি ভালোই করবে। সে বাংলাদেশ ক্রিকেটের খুব বড় সম্পদ।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৭   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ