ট্রাম্পের জনসমর্থন তলানিতে:জরিপের ফলাফল

Home Page » এক্সক্লুসিভ » ট্রাম্পের জনসমর্থন তলানিতে:জরিপের ফলাফল
শনিবার, ২০ মে ২০১৭



 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন এখন সবচেয়ে কম বলে এক জনমত জরিপে প্রকাশ পেয়েছে।

 

বঙ্গ-নিউজ: বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের ওই জনমত জরিপের ফলাফল শুক্রবার প্রকাশিত হয়েছে।

এতে দেখা যায়, ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ট্রাম্পের বিপক্ষে কথা বলেছে, অপরদিকে ৩৮ শতাংশ লোক তাকে সমর্থন জানিয়েছে। বাকী ছয় শতাংশ ‘মিশ্র প্রতিক্রিয়া’ ব্যক্ত করেছে।

গত সপ্তাহের শুরুতেই খবর প্রকাশ হয়, ট্রাম্প রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে একান্তে বৈঠক করার সময় অত্যন্ত গোপনীয় কিছু তথ্য তাদের জানিয়ে দিয়েছেন। এরপর সম্প্রতি ট্রাম্প কর্তৃক বরখাস্তকৃত এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি এক মেমোতে উদ্বেগ প্রকাশ করে লিখেন, ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত বন্ধ করতে প্রেসিডেন্ট তাকে চাপ দিয়েছিলেন।

এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের যোগযোগ নিয়ে স্বাধীন তদন্তের তদারককারী হিসেবে এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেয়।

রাশিয়ার সঙ্গে গোপনে কোনো অশুভ আঁতাতের সঙ্গ জড়িত থাকার কথা অস্বীকার করে চলমান তদন্তকে ‘ডাইনি খোঁজা’ বলে অভিহিত করেন ট্রাম্প। ইতিহাসে আর কোনো রাজনীতিকের সঙ্গে এর চেয়ে ‘খারাপভাবে’ ও ‘অবিচারের’ সঙ্গে আচরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

যদিও রিপাবলিকান দলের সদস্যদের মধ্যে ট্রাম্প এখনও জনপ্রিয়, কিন্তু দলটির অনেক সাধারণ কর্মীই গত সপ্তাহে তাকে সমর্থন করা থেকে সরে দাঁড়িয়েছে বলে জরিপে ধারণা পাওয়া গেছে।

সর্বশেষ জরিপে রিপাবলিকানদের মধ্যে ২৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেনি, কিন্তু গত সপ্তাহে দলটির মধ্যে তাকে সমর্থন না করা সদস্যদের হার ১৬ শতাংশ ছিল। ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের এই হঠাৎ বিরূপ হয়ে ওঠার কারণেই ক্ষমতা গ্রহণের পর থেকে তার সামগ্রিক জনসমর্থন সবচেয়ে নিচে নেমে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স/ইপসোসের এই জরিপটি অনলাইনে ইংরেজি ভাষায় যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত হয়। এক হাজার নয়শ ৭১ জন প্রাপ্তবয়স্ক লোক এতে অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭২১ জন রিপাবলিকান ও ৭৯৫ জন ডেমোক্রেট।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৯   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ