খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি কেনো এবং কিভাবে

Home Page » জাতীয় » খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি কেনো এবং কিভাবে
শনিবার, ২০ মে ২০১৭



বঙ্গ-নিউজ:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের ঝটিকা তল্লাশি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন বিএনপি নেতারা। রাজধানীর বিভিন্ন স্থানে এ নিয়ে প্রতিবাদ মিছিলও করেছেন বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়ার কার্যালয়ে এমন ঝটিকা তল্লাশি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তাদের অনেকে।

khaleda office searched

যে ওয়ারেন্টের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে, সেটিকেও ভিন্ন কিছু ভাবছেন বিএনপি নেতারা। রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলাপরিপন্থী, রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্টসহ বিভিন্ন ধরনের স্টিকার ও নাশকতামূলক কর্মকাণ্ডের সামগ্রী মজুত আছে, উল্লেখ করে জিডি করেছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। সেই জিডির ভিত্তেই বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশি চালানো হয়।

কিন্তু জিডিতে ঠিকানার জায়গা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কথা উল্লেখ ছিল না। ঠিকানায় লেখা ছিলো, গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ি ও এর আশেপাশের এলাকা।

এ দিকে, জিডির সময় উল্লেখ করা আছে  ১৯ মে (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিট। সে হিসেবে জিডির পর রাত পোহাতেই খালেদা জিয়ার কার্যালয়ে হাজির হয় পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল আটটার দিকে বিএনপির কার্যালয়ে তল্লাশির জন্য ঢুকে পুলিশ।

তারপর আশেপাশের সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা ওই এলাকায় কোন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয়নি।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ব্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের দেখা গেছে। সকাল আটটার দিকে প্রায় ২০জন পুলিশ সদস্য ঢোকেন বিএনপির কার্যালয়ে। তারপর প্রায় দেড় ঘণ্টার মতো কার্যালয়ের ভেতর তল্লাশি চালান তারা।

তল্লাশি শেষে পুলিশের পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সেখানে তল্লাশিতে প্রাপ্ত মালামালের পরিমাণের জায়গায় ‘শূন্য’ লেখা। পুলিশের গুলশান থানার পরিদর্শক (এসআই) আজিজুল ইসলামের স্বাক্ষর ছিল ওই তালিকায়।

এর আগে পুলিশের একাধিক সদস্যর সাথে কথা বলে জানা যায়, খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক ট্রাক বই এবং লিফলেট নিয়ে আসা হয়েছে এমন খবর আছে তাদের কাছে। সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর জন্য ব্যবহার করা হবে ওই লিফলেট।

বিএনপি চেয়ারপারসনের কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি করেছে পুলিশ। সাথে করে তালা ভাঙার মিস্ত্রি নিয়ে এসেছিল পুলিশ, বলেছেন তারা। বিভিন্ন কক্ষে ঢুকে পুলিশ সদস্যরা ভিডিও ও স্থির চিত্র ধারণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:১৫   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ