সব অপরাধ কর্মকান্ডে প্রভাবশালীদের মদদ আছে :মওদুদ

Home Page » প্রথমপাতা » সব অপরাধ কর্মকান্ডে প্রভাবশালীদের মদদ আছে :মওদুদ
শনিবার, ২০ মে ২০১৭



বঙ্গ-নিউজ:দেশে খুন, ধর্ষণসহ যতো সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে, এসবের পেছনে সরকারের কোন না কোন প্রভাবশালী ব্যক্তির সমর্থন রয়েছে, বনানীর হোটেল রেইনটিতে ধর্ষণের ঘটনা উল্লেখ করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

moudud ahmed bnp

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় বনানীর ধর্ষণের ঘটনার বিষয়ে এই মন্তব্য করেন। ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন- ২০৩০ আগামী দিনে রাজনীতি আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ‘ সারাদেশে দৈনিক অন্তত ১২টি খুনের ঘটনা ঘটছে। সামাজিক অপরাধসহ সব ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। বনানীর ওই চার তারা হোটেলটির মালিক কে সেটা এখন সবাই জানে। বাংলাদেশে যতো ধরনের অপরাধ হচ্ছে তার পেছনে সরকারের কোন না কোন প্রভাবশালী মানুষের হাত রয়েছে।’

মওদুদ আহমদ বলেন, ‘দেশে শান্তি নেই, বেড়েছে সামাজিক অস্থিরতা। সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে বিরোধীদলকে পেটাতে। বিরোধীদলকে কোন ধরনের জনসভা করতে দেবে না তারা। আজ আমরা জনসভা করতে পারি না। অথচ সরকার বলে দেশে বিএনপি নেই। সরকারের উদ্দেশ্যে আমি বলবো, দেশের যেকোন জায়গায় বিএনপিকে জনসভা করতে দিন, আপনারও করেন। এরপর তুলনা করেন কাদের জনসভায় সাধারণ মানুষের সম্পৃক্ততা বেশি।’

বিএনপি জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন এই নেতা। তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমরা আবারো বলছি, যেকোন নামে হোক নির্বাচনটা নিরপেক্ষ হোক। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। এজন্যই সুষ্ঠু নির্বাচনে আপনারা ভয় পান।’

বিচারবিভাগ প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বিচারকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছেন কিনা এ ব্যাপারে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগ নিয়ে এসব প্রশ্ন আর থাকবে না। প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে লড়াই করছেন। তার প্রশংসা করতেই হয়।’

বাংলাদেশ সময়: ৮:৪৭:৩৪   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ