মোস্তাফিজের দুর্দান্ত দাপট, আয়ারল্যান্ড গুটিয়ে গেলো ১৮১ রানে

Home Page » ক্রিকেট » মোস্তাফিজের দুর্দান্ত দাপট, আয়ারল্যান্ড গুটিয়ে গেলো ১৮১ রানে
শনিবার, ২০ মে ২০১৭



বঙ্গ-নিউজ: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তিন নম্বর ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে মাত্র ১৮১ রানে গুটিয়ে দিয়েছেন মাশরাফিরা। এই ম্যাচটিতে বাংলাদেশের লক্ষ্য ১৮২ রান। এর আগের দুই ম্যাচের একটিতে হেরেছেন বাংলাদেশ। অন্যটি ভেসে গেছে বৃষ্টিতে।

mustafiz got four wickets against ireland

আজ বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২৩ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও অভিষিক্ত স্পিনার সানজামুল ইসলাম।

মোস্তাফিজের তোপের মুখে দ্বিতীয় ওভারের তিন নম্বর বলেই ফল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তখনো তাদের স্কোরবোর্ডে কোনো রান ছিলো না। এরপর মোস্তাফিজ তুলে নেন নায়ল ও’ব্রায়ান, কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনকে।

১২৬ রানের মধ্যেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। তাদের পরের উইকেটগুলো যায় মাত্র ৫৫ রানে।

আজই অভিষেক হওয়া সানজামুল ইসলাম তার বাঁহাতি স্পিনে শিকার করেন দুই উইকেট। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করা এড জয়সে এবং ব্যারি ম্যাককারথির উইকেট নেন তিনি।

মাশরাফি তার সপ্তম ওভারে তুলে নেন দুই উইকেট। ছয় ওভার তিন বলে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। আইরিশদের বাকি দুই উইকেটের একটি নেন রুবেল হোসেন। অন্যটি শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ৮:২৭:৪৩   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ