র‍্যানসমওয়্যারের কবলে প্যানিক

Home Page » জাতীয় » র‍্যানসমওয়্যারের কবলে প্যানিক
শুক্রবার, ১৯ মে ২০১৭



  ছবি- রয়টার্স

 কয়েকটি অ্যাপ হাতিয়ে নেওয়ার তথ্য প্রকাশ করেছে ম্যাক ও আইওএস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্যানিক।

বঙ্গ-নিউজ: এক ব্লগ পোস্টে প্যানিক প্রতিষ্ঠাতা স্টিভেন ফ্র্যাঙ্ক স্বীকার করে বলেন, তিনি ভিডিও এনকোডিং টুল হ্যান্ডব্রেইক-এর একটি ম্যালওয়্যার আক্রান্ত কপি ডাউনলোডের পর এমনটা ঘটেছে। কোনো গ্রাহক ডেটা অ্যাকসেস হওয়ার কোনো আভাস এখনও পাওয়া যায়নি ও প্যানিক-এর ওয়েব সার্ভার আক্রান্ত হয়নি বলে দাবি তার।

 

 

২ মে হ্যান্ডব্রেইক হ্যাকড হয়, সাইটটির ডাউনলোড সার্ভারে অ্যাপটির ম্যাক সংস্করণ অন্য একটি ক্ষতিকর কপি দিয়ে প্রতিস্থাপন করা হয়। ৬ মে আক্রান্ত অ্যাপটির সন্ধান পাওয়ার পর তা সরিয়ে ফেলা হয়।

এই ঘটনাকে “অস্বাভাবিক দুর্ভাগ্য” হিসেবে আখ্যা দিয়েছেন ফ্র্যাঙ্ক। তিনি হ্যান্ডব্রেইক-এর ক্ষতিকর কপিটি ডাউনলোড করেছেন ও সতর্ক না হয়েই তা চালু করে দিয়েছেন। অ্যাপটি কেন হঠাৎ অ্যাডমিন পাওয়ার্ড চাইছে তা তিনি  দ্বিতীয়বার ভাবেননি।

“আর তাই হয়েছে, আমার ম্যাক তিন সেকেন্ড বা তারও কম সময়ে আক্রান্ত হয়ে যায়”, বলেন ফ্র্যাঙ্ক।

তারপর আক্রমণকারী ওই পাসওয়ার্ড ব্যবহার করে অন্যান্য গোপনীয় ফাইলে অ্যাকসেস নিয়ে নেয়। সেই সঙ্গে আক্রান্ত কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন প্যানিক পণ্যের সোর্স কোড কপি করে নেয়।

ডেটা যে বেহাত হয়ে গেছে তা নিশ্চিত হয় যখন প্যানিক একটি মেইল পায়, এ মেইলে কয়েকটি ফাইল ছিল ও পুরো কোড ফেরত দিতে মুক্তিপণ চাওয়া হয়।

ফ্র্যাঙ্ক বলেন, “আমরা এখন যে ধারণার উপর কাজ করছি তা হচ্ছে অর্থ পরিশোধের কোনো যুক্তিই নেই।”

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনা নিয়ে তদন্ত করছে। অ্যাপ স্টোরে যাতে আর কোনো ক্ষতিকর বা ভুয়া অ্যাপ না থাকে তা নিশ্চিত করতে অ্যাপলের সঙ্গে কাজ করছে প্যানিক।

“এজন্য আমার নিজেকে বিরাট নির্বোধ মনে হয়েছে”, আত্মসমালোচনা করে বলেন ফ্র্যাঙ্ক। সেই সঙ্গে তিনি বলেন, “এটি একটি ভালো রিমাইন্ডার– আপনি কম্পিউটারের সঙ্গে কতটা অভিজ্ঞ তা বিষয় নয়, আপনি মানুষ আর ভুল খুব সহজেই হতে পারে।”

বাংলাদেশ সময়: ১৯:১০:০১   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ